মুজিবনগর সরকার কোন সালের কত তারিখে গঠিত হয়?
মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়।
কোন তারিখে মুক্তি বহিনী গঠিত হয়?
১৯৭১ সালের ১১ জুলাই মুক্তি বাহিনী গঠন করা হয়।
কার নেতৃত্বে ‘ মায়া বাহিনী” গঠিত হয়?
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে 'মায়া বাহিনী' গঠিত হয়।
“অপারেশন সার্চ লাইট” হত্যাযজ্ঞ কোন তারিখে সংঘটিত হয়।
২৫ মার্চ ১৯৭১ সালে সংঘটিত হয়।
মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সমম্বয়ে কোন সালের কত তারিখে “যৌথবাহিনী” গঠিত হয়?
২১ নভেম্বর ১৯৭১ সালে গঠিত হয়।
সর্বোচ্চ বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি কোনটি?
সর্বোচ্চ বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি বীরশ্রেষ্ঠ।
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে এবং ৩টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়েছিল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাক নাম কি?
শেখ মুজিবুর রহমানের ডাকনাম ছিলো খোকা।
SAARC পূর্ণ রূপ কি?
South Asian Association for Regional Co-operation.
বাংলাদেশের সর্ব দক্ষিণনের ইউনিয়নের নাম কি?
বাংলাদেশের সর্ব দক্ষিণনের ইউনিয়নের নাম সেন্টমার্টিন।