‘নিরাপদ সড়ক’

আমাদের দেশের সড়কপথ এখনো অনেক উন্নত নয়। রাস্তা সরু ও যত্রতত্র ভাঙা ভাঙা ও সরু রাস্তা ব্যবহার না করে বিভিন্ন ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করে "নিরাপদ কিছু উপায় অবলম্বন করা বাঞ্চনীয়:

১) গাড়ির সংখ্যা বৃদ্ধি না করা।

২) গাড়ি চলাচলে ওভারটেকিং না করা। 

৩) নেশাগ্রস্থতা মুক্ত থাকা।

৪) গাড়িতে অতিরিক্ত বোঝা না নিয়ে চলা।

৫) ত্রুটিপূর্ণ গাড়ির চলাচল বন্ধ করা।

৬) রাস্তার উপর হাটবাজার না বসানো।

৭) চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করা।

৮) অদক্ষ ড্রাইভারকে নিয়োগ না দেওয়া ।

উপরিক্ত কয়েকটি নিয়ম পালন করলে নিরাপদ সড়ক পাওয়া সম্ভব। 

১২ অক্টোবর ২০১৭ জাতীয় নিরাপদ সড়ক দিবস। নানা কর্মসূচির মধ্যদিয়ে এবছর দেশে প্রথমবারের মত দিবসটি পালিত হয়। দিবসটিতে এবারের প্রতিপাদ্য: সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৩ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় এবছর প্রথমবারের মত দিনটি জাতীয় ভাবে পালিত হয়। গত ৫ জুন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন সংগঠন নিসচা (নিরাপদ সড়ক চাই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
2.

নদী মাতৃক

Created: 3 months ago | Updated: 1 week ago

নদী মাতৃক (নদী মাতা যার) = বহুব্রীহি সমাস।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
3.

চাঁদমুখ

Created: 3 months ago | Updated: 5 days ago

চাঁদমুখ (মুখ চাঁদের ন্যায়) = উপমিত কর্মধারয় সমাস।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
4.

আকাশ পাতাল

Created: 3 months ago | Updated: 5 days ago

আকাশ পাতাল (আকাশ ও পাতাল) = বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
5.

বিষাদ সিন্ধু

Created: 3 months ago | Updated: 5 days ago

বিষাদ সিন্ধু (বিষাদ রূপ সিন্ধু) = রূপক কর্মধারয় সমাস।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
6.

গায়ে হলুদ

Created: 3 months ago | Updated: 5 days ago

গায়ে হলুদ (গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে) = অলুক বহুব্রীহি সমাস।

অর্থসহ বাক্য রচনা করুন:
7.

তুলসী বনের বাঘ

Created: 3 months ago | Updated: 5 days ago

তুলসী বনের বাঘ (ভন্ড) = লোকটির কথা শুনে মনে হলো তিনি তুলসী বনের বাঘ।

অর্থসহ বাক্য রচনা করুন:
8.

পুকুর চুরি

Created: 3 months ago | Updated: 5 days ago

পুকুর চুরি (বড় ধরনের চুরি) = পরীক্ষায় নকল করাও পুকুর চুরির সামিল।

অর্থসহ বাক্য রচনা করুন:
9.

যক্ষের ধন

Created: 3 months ago | Updated: 4 days ago

যক্ষের ধন (একমাত্র অবলম্বন) = ছেলেটি মায়ের যক্ষের ধন।

অর্থসহ বাক্য রচনা করুন:
10.

ব্যাঙের আধুলি

Created: 3 months ago | Updated: 1 week ago

ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ) = ব্যাঙের আধুলি নিয়ে বড়াই করতে নেই।

অর্থসহ বাক্য রচনা করুন:
11.

নয় ছয়

Created: 3 months ago | Updated: 4 days ago

নয় ছয় (অপচয়) = নয়ছয় কারীকে কেউ পছন্দ করে না।

এক কথায় প্রকাশ করুন:
12.

সব কিছু সহ্য করে যে

Created: 3 months ago | Updated: 4 days ago

সব কিছুই সহ্য করে যে = সর্বংসহ। 

এক কথায় প্রকাশ করুন:
13.

উপকারীর অপকার করে যে

Created: 3 months ago | Updated: 1 week ago

উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন।

এক কথায় প্রকাশ করুন:
14.

যা দমন করা কষ্টকর

Created: 3 months ago | Updated: 3 days ago

যা দমন করা কষ্টকর = দুর্দমনীয়।

এক কথায় প্রকাশ করুন:
15.

হৃদয়ের প্রীতিকার

Created: 3 months ago | Updated: 4 days ago

হৃদয়ের প্রীতিকর = হৃদ্য।

শুদ্ধ করে লিখুন:
16.

রুপায়ন

Created: 3 months ago | Updated: 6 days ago

রুপায়ন = রূপায়ন

শুদ্ধ করে লিখুন:
17.

মনযোগ

Created: 3 months ago | Updated: 5 days ago

মনযোগ = মনোযোগ

শুদ্ধ করে লিখুন:
18.

দূর্বিসহ

Created: 3 months ago | Updated: 5 days ago

দূর্বিসহ = দুর্বিসহ

শুদ্ধ করে লিখুন:
19.

মনিষি

Created: 3 months ago | Updated: 5 days ago

মনিষি = মনীষী

শুদ্ধ করে লিখুন:
20.

মরীচীকা

Created: 3 months ago | Updated: 2 days ago

মরীচীকা = মরীচিকা

সন্ধি বিচ্ছেদ করুন :
21.

প্রত্যূষ

Created: 3 months ago | Updated: 6 days ago

প্রত্যূষ = প্রতি + ঊষ

সন্ধি বিচ্ছেদ করুন :
22.

শ্রবণ

Created: 3 months ago | Updated: 1 week ago

শ্রবণ = শ্রু + অন

সন্ধি বিচ্ছেদ করুন :
23.

জলৌকা

Created: 3 months ago | Updated: 6 days ago

জলৌকা = জল + ঔকা

সন্ধি বিচ্ছেদ করুন :
24.

ব্যর্থ

Created: 3 months ago | Updated: 3 days ago

ব্যর্থ = বি + অর্থ

সন্ধি বিচ্ছেদ করুন :
25.

হিতৈষী

Created: 3 months ago | Updated: 5 days ago

হিতৈষী = হিত + এষী

Related Sub Categories