সকল বিষয়

Affidavit এর বাংলা প্রতিশব্দ হলফনামা।

নরক গুলজার বাগধারাটির অর্থ অনেক খারাপ লোকের একত্র সমাবেশে জমাটি আসর।

বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' বলা হয়। বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি হিসেবে স্বীকৃত। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম দিকে তিনি সফল গীতি কবিতা রচনা করেন। রবীন্দ্রনার ঠাকুর তাকে 'ভোরের পাখি' উপাধি দিয়েছেন। তার রচিত কাব্য হলো। সঙ্গীত শতক (১৮৬২), বঙ্গসুন্দরী (১৮৭০), নিসর্গ সন্দর্শন (১৮৭০), সারদামাল (১৮৭৯) প্রভৃতি। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য 'সারদামঙ্গল' পাঁচ সর্গে রচিত।

কথোপকথন = কথা + উপকথন। 

নিকৃষ্ট = নিঃ + কৃষ্ট। 

সন্ন্যাস = সম্ + ন্যাস।

তেমনি = তেমন + ই।

পারের কড়ি (পরকালের মূলধন) = ইবাদত করাই একমাত্র পারের কড়ি।

হাড় হাভাতে (হতভাগ্য) = হাড় হাভাতে জীবনে কষ্টের শেষ হয় না।

Fill in the blanks with appropriate word.
6.

He is ____ M.A

Created: 3 months ago | Updated: 1 day ago
Fill in the blanks with appropriate word.
7.

Taka care ____your health

Created: 3 months ago | Updated: 4 days ago
Fill in the blanks with appropriate word.
8.

Dhaka stands ____the river Buriganga

Created: 3 months ago | Updated: 6 days ago
Fill in the blanks with appropriate word.
9.

He earns ___lot of money

Created: 3 months ago | Updated: 1 week ago
Give the Synonym of the following words ans make sentences of your on ( any two):
10.

success .

Created: 3 months ago | Updated: 1 day ago
Give the Synonym of the following words ans make sentences of your on ( any two):
11.

harmful .

Created: 3 months ago | Updated: 6 days ago
Give the Synonym of the following words ans make sentences of your on ( any two):
12.

good.

Created: 3 months ago | Updated: 6 days ago
Give the Synonym of the following words ans make sentences of your on ( any two):
13.

selfish.

Created: 3 months ago | Updated: 1 week ago
Created: 3 months ago | Updated: 1 week ago
Created: 3 months ago | Updated: 16 hours ago

আমরা জানি, এক গ্যালন = 4.546 লিটার।

4.546 ~ 4.55 লিটার

গণিতে পাস করলো = ৮০% এবং বাংলায় পাস করলো = ৭০%

উভয় বিষয়ে পাস করলো = ৬০%

উভয় বিষয়ে ফেল করলো = {১০০-(৮০+৭০-৬০)}%=(১০০-৯০)%=১০%

উত্তর: ১০% ফেল করলো।

দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য ১ গুণ +গুণ= ৫৬০-৩৮০=১৮০

দুই সংখ্যার পার্থক্য গুণ

দুই সংখ্যার পার্থক্য ১ গুণ===×=

এখন, সংখ্যাটি হবে ৫৬০ থেকে ১ গুণ কম। 

অর্থ্যাৎ সংখ্যাটি = ৫৬০-৪০ = ৫২০

Created: 3 months ago | Updated: 1 day ago

মনে করি, এর ক%=

×= = = =.%

মোট ২০ বার = ১, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ২১, ৩১, ৪১, ৫১, ৬১, ৭১, ৮১, ১১, ১০০।

১১ তে ১ আছে ২ বার, সুতরাং মোট ২১ হবে

১০ সপ্তাহ খাদ্য চলে =১০০ জন লোকের

১ সপ্তাহ খাদ্য চলে = (১০০×১০) জন লোকের

৮ সপ্তাহ খাদ্য চলে =×= জন লোকের 

উত্তর: ১২৫ জন।

মনে করি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে, ৪ক+১০ =৫ক-৫

ক =১৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ পাঁচ টি।

যথা: ১) গণচীন। ২) ফ্রান্স, ৩) রাশিয়া: ৪) যুক্তরাজ্য ৫) মার্কিন যুক্তরাষ্ট্র।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায় বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তেজন করা হয়। তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব জাতীয় পতাকাটি প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল।

পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ' (১৭৪১ মি.) এটি স্বাদু পানির হ্রদ হিসেবে অধিক পরিচিত।

পক প্রণালি আরব সাগর ও ভারত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে এবং পৃথক করেছে ভারত ও শ্রীলংকাকে।

বিজ্ঞানি ড. মাকসুদুল আলম পাটের জীন বিন্যাস আবিষ্কার করেন। তিনি ২০১০ সালে তোষা পাট এবং ২০১৩ সালে দেশি পাটের জীন বিন্যাস আবিষ্কার করেন।

Deoxyribonucleic Acid (DNA) - এক প্রকার নিউক্লিক এসিড।

Created: 3 months ago | Updated: 1 day ago

LED এর পূর্ণরূপ Light Emitting Diode.

প্রতি এক ঘণ্টায় ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা ২ বার পরস্পর লম্বভাবে অবস্থান করে। ঘড়ির ডায়ালের ডানদিকের অংশে ১ বার এবং বাম দিকের অংশে একবার এরূপ সমাবেশ ঘটে।

ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থা। সদস্য দেশসমূহের মধ্যে অপরাধী অনুসন্ধানের ব্যাপারে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অপরাধীদের গতিরোধ ও গ্রেফতার করে সদস্য দেশকে সহযোগিতা করা সংস্থাটির কাজ। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত।

বঙ্গোপসাগরের তীরবর্তী দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ১৯৯৭ সালের ৬ জুন থাইল্যান্ডের ব্যাংককে গঠিত একটি আঞ্চলিক সংস্থা হলো BIMSTEC, সংস্থাটির পূর্ণরূপ হলোঃ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.

যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে জেনারেটর বা ডায়নামো বলে।

২০৩০ সালের মধ্যে পৃথিবীকে পুরোপুরি দারিদ্রমুক্ত করার উদ্দেশ্যকে সামনে রেখে জাতিসংঘ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তাকেই 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা' বা 'Sustainable Development Goals - SDG বলে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা মোট ১৭টি।

Created: 3 months ago | Updated: 1 day ago

Email হলো ইলেক্ট্রনিক মেইল (Electronic mail) এর সংক্ষিপ্তরূপ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েন (www)-এর সাহাযে তথ্য গ্রহণ ও প্রেরণের একটি বহুল ব্যবহৃত মাধ্যম এটি।

পৃথিবীর উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম D-8। এ জোটের সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

ইতালির ফ্লোরেন্স নাইটিঙ্গেল 'LADY WITH LAMP” নামে পরিচিত। তিনি ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন

Created: 3 months ago | Updated: 1 day ago

HIV এমন এক প্রকার ভাইরাস যার আক্রমণের কারণে এইডস রোগ হয়। 

এই রোগের লক্ষণগুলো হলোঃ ওজন হ্রাস; চলমান ডায়রিয়া ১ মারেস অধিককাল, জ্বর, মাসাধিক বা দীর্ঘদিন যাবৎ; সার্বক্ষণিক কাশি, মাসাধিক, পুরাইটিক্স ডার্মাটাইসিস; হার্পিস জুস্টার ভাইরাল সংক্রমণ (পূর্বে); মুখ গহ্বর ও গলবিলে ক্যান্ডিডিয়াসিস, পুরো শরীরে লিম্ফোএডেনোপ্যাথি।

বিভিন্ন কম্পিউটার কোন যোগাযোগ ব্যবস্থার দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।

বাংলাদেশের গ্রামাঞ্চলে ও শহরাঞ্চলে প্রতিষ্ঠিত স্থানীয় সরকার কাঠামোর নাম নিম্নরূপ: 

গ্রামাঞ্চলে:- ইউনিয়ন পরিষদ → উপজেলা পরিষদ জেলা পরিষদ। 

শহরাঞ্চলে:- পৌরসভা → সিটি কর্পোরেশন।

সেন্টমার্টিন দ্বীপের আর একটি নাম নারিকেল জিঞ্জিরা।

সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।

আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।

Created: 3 months ago | Updated: 1 day ago

OMR = Optical Mark Recognition. or Optical Mark Reader.

যোগাযোগের মাধ্যম ‘ফেসবুকে’ এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ।

'দেয়াল' নামে দুজন উপন্যাস রচনা করেছেন। প্রথম 'দেয়াল' উপন্যাস রচনা করে আবু জাফর শামসুদ্দীন ১৯৮৫ সালে এবং দ্বিতীয় 'দেয়াল' উপন্যাস রচনা করেন হুমায়ূন আহমেদ ২০১৩ সালে।

কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে ROM বলা হয়। ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory.

এ পর্যন্ত ৫ জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন। 

যথা: ১) মুসা ইব্রাহিম, ২) এম এ মুহিত, ৩) নিশাত মজুমদার, ৪) ওয়াসফিয়া নাজরীন ও ৫) মো. খালেদ হোসাইন।

বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাস প্রধানত বিদ্যুৎ উৎপাদনে, রাসায়নিক জ্বালানি, শিল্পকারখানা এবং বাসা-বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

Virus এর পূর্ণ অভিব্যক্তি Vital Information Resources Under Seized.

বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন ২টি। 

যথা: ১) গাজীপুরের তালিবাবাদ ও ২) রাঙামাটির বেতবুনিয়া ।

বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সর্বমোট ১০৫টি। চালু আছে বর্তমানে ৯৫টি।

২০১৮ সালের 'গ্লোবাল উইমেনস্ লিডারশিপ অ্যাওয়ার্ড' লাভ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ বিমানের চারটি প্রস্তাবিত নাম হলো: আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।

বাংলাদেশের একমাত্র ব্যাংক বাংলাদেশ ব্যাংক নোট প্রচলন করতে পারে।

বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য হলেন অধ্যাপক হারুন অর রশিদ।

Related Sub Categories