এনার্জি অ্যান্ড মিনারেল রিসার্চ ডিভিশন || সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (05-01-2019) || 2019

All

তারিখঃ ০৫.০১.২০১৯ 

বরাবর 
ব্যবস্থাপক 
তিতাস গ্যাস লিমিটেড 
নবাবগঞ্জ, ঢাকা। 

বিষয়: বাড়িতে নতুন গ্যাস সংযোগ প্রদানের জন্য আবেদন। 

জনাব, 
বিনীত নিবেদন এই যে, আমার বাড়ি নবাবগঞ্জ জেলার শিমুলিয়ায়। আমার বাড়ির আশে পাশের বাড়িগুলোতে গ্যাস সংযোগ পেলেও আমি এখনও আমার বাড়িতে গ্যাস সংযোগ পাইনি। আমি নিয়মিত হোল্ডিং ট্যাক্স, পৌরকর, পয়কর ইত্যাদি সকল সরকারি কর নিয়মিত প্রদান করে আসছি। 

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে আমার বাড়িতে গ্যাস সংযোগ প্রদান করে আমাকে বর্ধিত করিবেন। 

নিবেদক 
মোঃ সলিমুল্লাহ খান 
বাসা নং ৪৮:৪ 
রোড নংঃ ৭ 
সেকশন ১১ 
নবাবগঞ্জ, ঢাকা-১২১৫।

এক কথায় প্রকাশ করুন:
2.

ইতিহাস রচনা করেন যিনি

Created: 3 months ago | Updated: 19 hours ago

ইতিহাস রচনা করেন যিনি= ঐতিহাসিক।

এক কথায় প্রকাশ করুন:
3.

আকাশে গমন করে যে

Created: 3 months ago | Updated: 19 hours ago

আকাশে গমন করে যে = খেচর।

এক কথায় প্রকাশ করুন:
4.

অনেকের মধ্যে একজন

Created: 3 months ago | Updated: 19 hours ago

অনেকের মধ্যে একজন = অন্যতম।

Created: 3 months ago | Updated: 19 hours ago

উপকারীর উপকার স্বীকার করে না যে জন = অকৃতজ্ঞ ।

Related Sub Categories