”উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ”
বাংলাদেশ শিক্ষা, কৃষি, অর্থনীতি, প্রযুক্তি, শিল্প, ক্রীড়া, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেণের কারণে বাস্তবায়ন হতে শুরু করেছে বিভিন্ন উন্নয়নমূলক বড় বড় প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা যোগাযোগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে। উন্নয়নের অন্যতম মাপকাঠি হলো বিদুৎ। তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হাতে নেওয়া হয়েছে রামপাল বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বড় বড় প্রকল্প। এছাড়াও এ সরকারের অন্যতম উদ্যোগ হল নারীর ক্ষমতায়নে নেয়া নানা পদক্ষেপ। নারীরা উচ্চশিক্ষা নিয়ে নানা ক্ষেত্রে পুরুষদের সঙ্গে পাল্লা দেশের উন্নয়নে সমান অংশীদার। যদিও মান দিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেন, তারপরও যে কোনো সময়ের তুলনায় বেড়েছে শিক্ষার হার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবপ্রায়। দেশের প্রায় সবকয়টি ইউনিয়নে চালু হয়েছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার”। এসব সেবাকেন্দ্রে জন্য নিবন্ধন, বিদ্যুৎসহ বিভিন্ন বিল পরিশোধ, ভর্তিসংক্রা তথ্য, ভর্তি ফরম পূরণ, মোবাইল ব্যাংকিংসহ দৈনন্দিন প্রায় ৬০ ধরনের সেবা পাওয়া যাচ্ছে। কখন, কোন ফসল বাপন করতে হবে, কিভাবে রোগবালাই প্রতিরোধ করা যাবে, কৃষিসংক্রান্ত এসব তথ্য সহজেই জানতে পারছেন কত্তকর। এই ডিজিটাল সেবা কেন্দ্রর মাধ্যমে। দেশের সবচেয়ে বড় সরকারি ওয়েবসাইট জাতীয় তথ্য বাতায়নে প্রায় ৪৩ হাজার সফতর, যুক্ত। এসব ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট অফিসের নানা কার্যক্রম সম্পর্কে জানা যাচ্ছে ঘরে বসেই। জেলা ই-সেবাকেন্দ্রের মাধ্যমেও বিভিন্ন সেবা পাচ্ছে সাধারণ মানুষ। দেশের গ্যাসের চাহিদার কথা চিন্তা করে বর্তমান সরকার কক্সবাজারের মহেশখালীতে লিবু ইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) টার্মিনাল তৈরির উদ্যোগ নিয়েছে। মহেশখালীর টার্মিনাল ছাড়াও আরও কয়েকটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এই বড় বড় পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্ত বায়নে হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং তা করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।
জেলমুক্ত
জেলমুক্ত = জেল থেকে মুক্ত = পঞ্চমী তৎপুরুষ।
চৌচালা
চৌচালা = চৌ (চার) চাল যে ঘরের = সংখ্যাবাচক বহুবীহি।
অনুক্ষণ
অনুক্ষণ = ক্ষণ ক্ষণ = অব্যয়ীভাব
ছাত্ররা বল খেলে।
ছাত্ররা বল খেলে = করণে শূন্য।
বাবাকে বড্ড ভয় পাই।
বাবাকে বড্ড ভয় পাই = অপাদানে ২য়া।
ফল পাকলে যে গাছ মরে যায়।
ফল পাকলে যে গাছ মরে যায়।
= ওষধি
যা পূর্বে ছিল এখন নেই।
যা পূর্বে ছিল এখন নেই।
= ভূতপূর্ব
যে পুরুষ বিয়ে করেছে।
যে পুরুষ বিয়ে করেছে।
= কৃতদার