সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের একাদশতম সাধারণ নির্বাচন। এ নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীগণ ২৫৭ টি আসনে জয়লাভ করেছে। সারাদেশে প্রাপ্ত ভোটের ৭৬.৮০% পেয়েছে বিজয়ী দল বাংলাদেশ আওয়ামী লীগ।
বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম কী? স্বাধীন বাংলার প্রথম স্বাস্থ্য মন্ত্রীর নাম কী?
বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক এবং প্রতিমন্ত্রী: জনাব মো. মুরাদ হাসান। স্বাধীন বাংলার প্রথম স্বাস্থ্যমন্ত্রীর নাম: জহুর আহমেদ চৌধুরী। আর, ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আবদুল মান্নান।
“মুজিবে ভিত্তি, হাসিনায় ব্যাপ্তি” এ শিরোনামে প্রকাশিত গ্রন্থটির বিষয়বস্তু কী এবং এটি করে প্রকাশিত হয়েছে?
“মুজিবে ভিত্তি, হাসিনায় ব্যাপ্তি” এ শিরোনামে প্রকাশিত গ্রন্থটির বিষয়বস্তু হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিগত এক দশকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ক্রমবর্ধমান সাফল্যের চিত্র। গ্রন্থটি প্রকাশিত হয়েছে ৫ ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে।
বাংলাদেশের মাথাপিছু গড় আয় কত ডলার? এ দেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত?
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২৭৬৫ মার্কিন ডলার (২০২২-২০২৩) সাময়িক। এ দেশের বর্তমান জিডিপির প্রবৃদ্ধির হার ৭.৫ সাময়িক।
২০১৮ সনে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ী কারা? চিকিৎসা বিজ্ঞানে কোন অবদানের জন্য তারা এ পুরস্কারে ভূষিত হয়েছেন ?
২০১৮ সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী হলেন যুক্তরাষ্ট্রের প্রাট্রিক এলিসন ও জাপানের তাসুকু হনজো। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য তাদেরকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বিশ্বে স্বাস্থ্যসেবায় কোন দেশের স্বাস্থ্যসেবা- ব্যয় ও জিডিপির অনুপাত সবচেয়ে বেশী? এটি সেদেশের জিডিপির কত শতাংশ! বাংলাদেশে এ হার কত?
মালয়েশিয়া। এটি মালয়েশিয়ার জিডিপির ২.০১ শতাংশ। বাংলাদেশে এটির হার ০.৯২ শতাংশ।
কম্পিউটারে ব্রেইন বা মস্তিস্ক কোনটি? বর্তমানে কোন প্রজন্মের কম্পিউটার বাজারে প্রচলিত আছে? বর্তমানের কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটার বলার কারণ কি?
কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক হলো CPU (Central Processing Unit), বর্তমানে চতুর্থ প্রজন্মের কম্পিউটার বাজারে প্রচলিত আছে। বর্তমানে কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটার বলার কারণ
i. সংখ্যা (বাইনারী অংক ০ এবং ১) ব্যবহার করে সমস্যার সমাধান।
ii. Very Large Scale Integration (VLSI) এর ব্যবহার।
iii. উন্নত ধরনের High Level প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার।
কম্পিউটারের স্থায়ী স্মৃতির আধার কোনটি? কম্পিউটারের গতি নির্ভর করে কিসের উপর
কম্পিউটারের স্থায়ী স্মৃতির আধার হল ROM (Read Only Memory). কম্পিউটারের গতি নির্ভর করে। Processor এবং RAM (Random Access Memory) এর উপর।
কম্পিউটারের তিনটি সিস্টেম সফটওয়্যার ও তিনটি এপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখুন।
কম্পিউটারের তিনটি সিস্টেম সফটওয়্যারের নামঃ i) Unix; ii) Linux; iii) MacOS. তিনটি এপ্লিকেশন সফটওয়্যারের নাম:
i. MS Word ii. MS Excel; iii. Microsoft Power Point.
নতুন ফাইল ওপেন করা, প্রিন্ট করা, ফন্টের আকার বড় করা ও ফাইলের পাসওয়ার্ড দেয়া---এ অপারেশনগুলোর শর্টকাট কমান্ড লিখুন।
নতুন ফাইল ওপেন করা, প্রিন্ট করা, ফন্টের আকার বড় করা ও ফাইলের পাসওয়ার্ড দেয়া---অপারেশনগুলোর শর্টকাট কমান্ড নিয়ে দেওয়া হলো:
১. নতুন ফাইল ওপেন করা: Ctrl + N.
২. প্রিন্ট করা: Ctrl + P
৩. ফন্টের আকার বড় করা: Ctrl + ]
৪. ফাইলের পাসওয়ার্ড দেওয়া। শর্টকার্ট কমান্ড নাই।