বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্রের রচয়িতা কে?
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্রের রচয়িতা ব্যারিস্টার আমিরুল ইসলাম।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন পাকসেনা নায়ক আত্মসমর্পণ করে?
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম মেজর জেনারেল জামশেদ পাক সেনানায়ক আত্মসমর্পণ করে।
অপারেশন জ্যাকপট কবে পরিচালনা করা হয়?
অপারেশন জ্যাকপট ১৯৭১ সালের ১৫ আগস্ট পরিচালনা করা হয়।
মুক্তিযুদ্ধে গঠিত K ফোর্সের প্রধান কে ছিলেন?
মুক্তিযুদ্ধে গঠিত K ফোর্সের প্রধান ছিলেন মেজর খালেদ মোশাররফ।
বাংলাদেশের কোন দুটি বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী?
বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ দুটি বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী।
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর।
সংসদে ”কাস্টিং ভোট” বলা হয় কোন ভোটকে?
সংসদে 'কাস্টিং ভোট' বলা হয় স্পীকারের ভোটকে।
বাংলাদেশ রাষ্ট্রের প্রধান আইনজীবীকে কী বলে?
বাংলাদেশ রাষ্ট্রের প্রধান আইনজীবীকে এটর্নি জেনারেল বলা হয়।
বিশ্বের শীর্ষ শিল্প প্রধান দেশ কোনটি?
বিশ্বের শীর্ষ শিল্পপ্রধান দেশ যুক্তরাষ্ট্র।
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ঋষি সুনাক।
HIV এর পূর্ণরূপ কী?
HIV এর পূর্ণরূপ Human Immunodeficiency Viruses.
আলজাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম?
আলজাজিরা কাতার দেশের সংবাদ মাধ্যম।
RAM ও ROM এর পূর্ণরূপ কী?
RAM = Random Access Memory
ROM = Read Only Memory.
তিনটি আউটপুট ডিভাইসের নাম লিখ।
তিনটি আউটপুট ডিভাইসের নাম মনিটর, প্রিন্টার, স্পিকার।
দুটি সফটওয়্যারের নাম লিখ।
দুটি সফটওয়্যারের নাম হলো Windows and Adobe.
বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা।
চীন, ভারত ও বাংলাদেশের ভিতর প্রবাহিত নদীর নাম কী?
চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত ১৭৬০ মাইল দীর্ঘ ব্ৰহ্মপুত্র নদ।
গঙ্গাখাত কোথায় অবস্থিত?
গঙ্গাখাত বঙ্গোপসাগরে অবস্থিত। সোয়াচ অব নোগ্রাউন্ডের অপর নাম গঙ্গাখাত ।
বাংলাদেশে কবে প্রথম ইন্টারনেট চালু হয়?
বাংলাদেশে ১৯৯৬ সালে প্রথম ইন্টারনেট চালু হয়।
বাংলাদেশ ও ভারতের সীমান্ত নির্ধারণকারী নদীর নাম কি?
বাংলাদেশ ও ভারতের সীমান্ত নির্ধারণকারী নদীর নাম হাড়িয়াভাঙ্গা।