বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর || জুনিয়র ইনস্ট্রাকটর (মেকানিক্যাল) ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, আর্কিটেকচার (15-02-2019) || 2019

All

সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কি.মি.। বাংলাদেশ অংশে এই বনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কি.মি. (৬২%)। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন।

ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির প্রথম ধারণা দেন অধ্যাপক গুন্টার পাওলি ১৯৯৪ সালে তাঁর "The open Source from the Source." গ্রন্থে। বিষয়টি সবার নজর কাড়ে ২০১০ সালে গ্রন্থটি প্রকাশিত হলে। সমুদ্র নির্ভর খাদ্য, জ্বালানি ব্যবসা ও বিনোদনই ব্লু ইকোনোমি। আন্তর্জাতিক আদালতের রায়ে ২০১২ সালে মিয়ানমারের সাথে এবং ২০১৪ ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ লাভ করেছে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ টেরিটোরিয়াল সমুদ্র এলাকা এবং ৩৫৪ নটিক্যাল মাইল মহীসোপান এবং ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক এলাকা।

Created: 3 months ago | Updated: 1 day ago

বর্তমান আওয়ামী লীগ সরকার উচ্চতর প্রবৃদ্ধি অর্জন ও অর্থনৈতিক উন্নয়নে শীর্ষ ১০টি মহাপ্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য পাঁচ মেগাপ্রকল্পের নাম হলো- 

১. পদ্মা সেতু (মুন্সিগঞ্জ-শরীয়তপুর ও মাদারীপুর)

২. মেট্রোরেল (ঢাকা) 

৩. রামপাল বিদ্যুৎ প্রকল্প (বাগেরহাট) 

৪. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (পাবনা) 

৫. পায়রা গভীর সমুদ্র বন্দর (পটুয়াখালী)

Created: 3 months ago | Updated: 1 week ago

চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল, এর দৈর্ঘ্য ৩৬৮ বর্গ কি.মি.। বিলটি তিনটি জেলা পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এর অংশবিশেষ জুড়ে অবস্থান করছে। এই বিলের ওপর দিয়েই আত্রাই নদী বহমান।

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের বর্তমান মোট নদীবন্দর ৩৩টি। সর্বশেষ সিরাজগঞ্জের মেঘাই ঘাট-নাটুয়ার পাড় নদীবন্দর। পাঁচটি নদী বন্দরের নাম হলো: নারায়ণগঞ্জ, গোয়ালন্দ, চাঁদপুর, বাঘাবাড়ী, নরসিংদী।

বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৪৫টি থেকে ৫০টি করা হয় (১০ বছরের জন্য)। ১৭তম সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত আসনের মেয়াদ ২৫ বছর করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটে 'টেস্ট মর্যাদা' লাভ করে ২৬ জুন, ২০০০। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য দেশ বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে। । এশিয়া কাপ ২০১৮ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় দুবাইয়ে। ভারত ৭ম বারের মত চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ রানার্স আপ হয়।

Created: 3 months ago | Updated: 1 day ago

১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়। বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। (৯ম)। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টির করার উদ্দেশ্যে এই সংস্থা গঠিত হয় এবং জাতিসংঘ “লীগ অব নেশন্স" এর স্থলাভিষিক্ত হয়।

ASEAN তথা Association of South East Asian Nations ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার জার্কাতায়। এর সদস্য সংখ্যা ১০টি (মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন)। ভৌগোলিকভাবে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের অতি নিকটে।

এ বছর ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে একজন ব্যক্তি ও দুই সংস্থাকে। বেলারুশের মানবাধিকার আইনজীবী অ্যালেস বিয়ালিয়াতস্কি এই পুরস্কার পেলেন রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজের সঙ্গে।

Created: 3 months ago | Updated: 1 day ago

ভারতের বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মূর্মু (১৫তম)। ফ্রান্সের ২৫তম প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আন্তর্জাতিক বিষয়াবলি
12.

“Silk Route” কী ? বুঝিয়ে লিখুন ?

Created: 3 months ago | Updated: 1 day ago

সিল্ক রুট' এশিয়া, ইউরোপ ও ভূমধ্যসাগরের অঞ্চলকে সংযুক্ত করে একটি প্রাচীন বাণিজ্যিক পথ। প্রায় চার হাজার মাইল দীর্ঘ এই পথের নামকরণ করা হয় সিল্কের নামানুসারে। প্রধান পণ্য সিল্ক ছাড়া অন্যান্য পণ্য আনা নেওয়া হত এ পথে। ১৮৮৭ সালে এই নামকরণ করেন জার্মান ভূতত্ত্ববিদ ফার্ডিনান্ড ভন রিথোফেন।

হোয়াইট হাউজ = মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এর স্থপত্তি জেমস হোবান। 

এলিসি প্যালেস = ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন। এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এর স্থপতি আরমেন্ড ক্লাউট মালট। 

বাকিংহাম প্যালেস = লন্ডনের স্বরাষ্ট্র এবং প্রশাসনিক সদর দপ্তর বাকিংহাম প্যালেস। ওয়েস্ট মিনিস্টার শহরে এটি অবস্থিত। এটি ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদ / বাসভবন।

মার্ক টোয়েন = মার্ক টোয়েন একজন মার্কিন রম্য লেখক ও সাহিত্যিক। তার আসল নাম স্যামুয়েল ল্যাঙ্গহোন ক্লিমেন্স। 

মাদার তেরেসা = মাদার তেরেসার আসল নাম মেরি টেরিজা বোজাঝিউ। তিনি আলবেনিয়ায় ১৯১০ সালে জন্মগ্রহণ করেন। ১৯২৮ সালে ভারতে আসেন এবং সেখানেই ৫ সেপ্টেম্বর ১৯৯৭ মৃত্যুবরণ করেন। তিনি ধর্মপ্রচারক ও 'দ্য মিশনারিজ অব চ্যারিটি' এর জন্য বিখ্যাত। তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। নেলসন ম্যান্ডেলা: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা (১৮ জুলাই ১৯১৮ থেকে ৫ ডিসেম্বর ২০১৩) দীর্ঘ ২৭ বছর কারাযাপনের পর ১৯৯০ সালে মুক্তি পান। তিনি ১৯৯১ থেকে ১৯৯৯ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে শাস্তিতে তিনি নোবেল পুরস্কার পান।

বিজ্ঞান ও প্রযু্ক্তি
15.

অপটিক্যাল ফাইবার কী ?

Created: 3 months ago | Updated: 1 week ago

অপটিক্যাল ফাইবার একধরনের পাতলা, স্বচ্ছ তন্তু বিশেষ যা কাঁচ বা প্লাষ্টিক দিয়ে তৈরি। এটি অধিক দূরত্বে টেলিযোগাযোগের ক্ষেত্রে আলো পরিবহনে ব্যবহৃত হয়। এর তিনটি অংশ। যথা: ১. কোর ২. ক্ল্যাডিং ও ৩. জ্যাকেট।

বিজ্ঞান ও প্রযু্ক্তি
16.

ডাটাবেজ (Database) কী ?

Created: 3 months ago | Updated: 1 week ago

ডাটাবেজ হলো কম্পিউটার সিস্টেমে সঞ্চিত রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ। এই উপাত্তকে একটি উপাত্ত মডেল অনুসারে সাজিয়ে এই কাঠামোটি তৈরি করা হয়।

বিজ্ঞান ও প্রযু্ক্তি
17.

পেসমেকার কী? এটার কাজ কী ?

Created: 3 months ago | Updated: 2 weeks ago

পেসমেকার হলো এমন এক ধরনের ডিভাইস যেটি অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। হৃদপিণ্ডের ডান অ্যাট্রিয়াম প্রাচীরে উপর থেকে অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছ গঠিত ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটি ছোট অংশ যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃদস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে তাকে পেস মেকার বলে। অসুস্থ ও দুর্বল হৃদপিণ্ডে বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি স্বাভাবিক করে স্পন্দন ফিরিয়ে আনতে এটি ব্যবহৃত হয়।

বিজ্ঞান ও প্রযু্ক্তি
18.

সাবমেরিন ক্যাবল কী ?

Created: 3 months ago | Updated: 1 week ago

সাবমেরিন ক্যাবল এমন একটি সিস্টেম যা সমুদ্রের নীচ দিয়ে বিভিন্ন দেশের মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়। মহাদেশ থেকে মহাদেশে যোগাযোগের জন্য এটি ব্যবহৃত হয়। এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়।

বিজ্ঞান ও প্রযু্ক্তি
19.

ইনস্যুলিন কী ? এর অভাবে কী হয় ?

Created: 3 months ago | Updated: 1 day ago

ইনস্যুলিন হলো একটি হরমোন, যেটি মানবদেহের অগ্ন্যাশয়ের আইলেটস বা ল্যাঙ্গারহান্টসের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। ইনস্যুলিন এর অভাবে ডায়াবেটিস রোগ হয়।

বিজ্ঞান ও প্রযু্ক্তি
20.

সুষম খাদ্যের উপাদান কি কি ?

Created: 3 months ago | Updated: 11 hours ago

যে খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি-এই ছয়টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্যের উপাদান ৬টি।

Created: 3 months ago | Updated: 1 day ago

ভিটামিন বা খাদ্যপ্রাণ এক শ্রেণির জৈব যৌগ যা বিভিন্ন খাদ্য স্বল্প মাত্রায় এবং জীবের পুষ্টি সাধনেও স্বাভাবিক বিকাশে ও প্রজননে ভূমিকা রাখে। ভিটামিন ছয় প্রকারের ( A, B, C, D, E, K ). ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয় এবং ভিটামিন D এর অভাবে শিশুদের রিকেটস্ রোগ হয়।

Related Sub Categories