পৃথিবী কতো দিন, ঘণ্টা, মিনিট ও সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে থাকে?
পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
রেললাইনের ফিসপ্লেট কী কাজে ব্যবহৃত হয়? বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে?
রেললাইনের ফিসপ্লেট - দুর্ঘটনা হওয়া থেকে রক্ষা করে; উষ্ণতার কারণে রেললাইনের বেঁকে যাওয়াকে রক্ষা করে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট।
ব্ল্যাকবক্স কী? এটি কোথায় ব্যবহৃত হয়?
ব্ল্যাকবক্স উড়োজাহাজে ব্যবহৃত হয়। এটি উড়োজাহাজ চলাচলের সব তথ্য ও কথোপকথন সংরক্ষণ করে রাখে বিমান দুর্ঘটনার সম্মুখীন হলে সে সম্পর্কে সবচেয়ে সঠিক ধারণা পেতে ব্ল্যাকবক্স ব্যবহৃত হয়।
ক্যান্সার রোগের কারণ কী? প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক্যান্সার রোগের কারণ: বয়স বৃদ্ধির সাথে সাথে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। জিনগত কারণেও ক্যান্সার হতে পারে। বিভিন্ন রকমের খাদ্যা ভ্যাসের কারনেও ক্যান্সার হতে পারে। যেমনঃ ধুমপান, মদ পান ইত্যাদি ।
মানবদেহে হাড় ও জিনের সংখ্যা কত?
মানবদেহে হাড়ের সংখ্যা ২০৬ টি ও জিনের সংখ্যা ৫০০০০-এর অধিক।
জুটন কী?
জুটন হচ্ছে তুলার আঁশ ও পাটের আঁশের মিশ্রণে তৈরি এক ধরণের তন্তু।
কত ডেসিবেল শব্দমাত্রায় শ্রবণশক্তি হ্রাস পেতে পারে। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর শব্দের গড়মাত্রা কত?
১২০ ডেসিবেল শব্দমাত্রায় শ্রবণশক্তি হ্রাস পেতে পারে ।
CNG এবং EPI এর পূর্ণরূপ কী?
CNG এর পূর্ণরূপ Compressed Natural Gas এবং EPI এর পূর্ণরূপ Expanded Program on Immunization.