‘আমি হিমালয় দেখিনি, আমি মুজিবকে দেখেছি' উক্তিটি কার? বঙ্গবন্ধুর আত্মজীবনীর প্রথম ও দ্বিতীয় গ্রন্থ দুটির নাম কী?
কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে উল্লিখিত মন্তব্য করেছিলেন ১৯৭৩ সালে আলজিয়াস জোট নিরপেক্ষ সম্মেলনে ।
বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক প্রথম গ্রন্থ - “অসমাপ্ত আত্মজীবনী” প্রকাশকাল ১৮ জুন ২০১২ সালে । দ্বিতীয় গ্রন্থ - “কারাগারের রোজনামচা” প্রকাশকাল ১৭ মার্চ ২০১৭ সালে।
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি? দেশটি কত তারিখে স্বীকৃতি প্রদান করে?
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান। দেশটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠের নাম লিখুন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠের নামঃ
১. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
২. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
৩. ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমান
৪. ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন
৫. ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ
৬. সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান
৭. সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল
ন্যায়পাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি সাংবিধানিক পদ। ন্যায়পাল দেশের বিভিন্ন ধরণের অভিযোগের তদন্ত ও সে সম্পর্কে নিরপেক্ষ রিপোর্ট প্রদান করে। বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল এর কথা বর্ণিত আছে। বাংলাদেশ এখনো ন্যায়পাল পদটি সৃষ্টি করতে পারেনি। ১৮০৯ সালে প্রথম সুইডেনে ন্যায়পাল চালু হয়। Ombudsman এর বাংলা অর্থ হলো ন্যায়পাল ।
'রেমিট্যান্স' কী? বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লিখুন।
বাংলাদেশের যে সকল নাগরিক প্রবাসে বসবাস করছে তাদের প্রেরিত অর্থকে 'রেমিট্যান্স' বলে। 'রেমিট্যান্স'-এর মাধ্যমে আমাদের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, বিনিয়োগ বাড়ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, জিডিপি বাড়ছে। বর্তমানে রেমিট্যান্স অর্জনে ভারত ১ম এবং বাংলাদেশ ৯ম অবস্থানে রয়েছে।
বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কতো ভাগের সমান? বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা কোনটি?
পৃথিবীর আয়তন ৫০৯৫৫৩০০০ বর্গ কিমি. এবং বাংলাদেশের আয়তন ১৪৭৫৭০ বর্গ কিমি.। সুতরাং বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের ৩৪৫২.৯৫৭৯ ভাগের সমান ।
বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা (আয়তনে) সাতক্ষীরার শ্যামনগর ।
সাংবিধানিক সংস্থা কাকে বলে? বাংলাদেশে কতগুলো সাংবিধানিক পদ রয়েছে এবং সেগুলো কী কী?
যেসকল প্রতিষ্ঠান বা সংস্থা প্রতিষ্ঠার ব্যাপারে সাংবিধানিক নির্দেশ আছে সেসকল প্রতিষ্ঠান বা সংস্থাকে সাংবিধানিক সংস্থা বলে । সাংবিধানিক প্রতিষ্ঠান বা সংস্থাগুলো হলঃ
১. নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ;
২. আইন বিভাগ;
৩. বিচার বিভাগ;
৪. নির্বাচন কমিশন;
৫. সরকারি কর্ম কমিশন;
৬. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়;
৭. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় ।
বাংলাদেশে সাংবিধানিক পদ রয়েছে ৯টি। সেগুলো হলঃ
১. রাষ্ট্রপতি;
২. প্রধানমন্ত্রী;
৩. স্পিকার;
৪. প্রধান বিচারপতি;
৫. নির্বাচন কমিশনার;
৬. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক;
৭. সংসদ সদস্য;
৮. এটর্নি জেনারেল;
৯. সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান।
বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় সিলেটের হরিপুরে, ১৯৫৭ সালে।
রূপপুর পারমাণবিক প্রকল্প অবস্থিত পাবনার রূপপুরে। এ প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৪০০ মেগাওয়াট।
“আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে' কোন কবির কবিতায় আছে?
“আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। উল্লিখিত লাইন দুটি কবি আল মাহমুদের নোলক কবিতার প্রথম দুটি লাইন ।
বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সমুদ্রসীমা কত? বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল । বাংলাদেশের সাথে ২টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। দেশ দুটি হলোঃ ভারত এবং মিয়ানমার ।