প্রতিরক্ষা মন্ত্রণালয় || অফিস সহকারী কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-04-2019) || 2019

All

বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবের-পাড়া গ্রামের আমবাগানে গঠিত হয় । এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে শপথ গ্রহণ করে।

জাপানের মুদ্রার নাম 'ইয়েন' এবং চীনের মুদ্রার নাম “ইউয়ান” ।

SDG তে ১৭টি লক্ষ্য মাত্রা, ৪৭টি সূচক এবং ১৬৯টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্যগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল: ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য: ৪. মানসম্পন্ন শিক্ষা, ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ: ১৪- পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬, শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।

পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন (রয়টার্স) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য দুইজন মহিলাকে 'বীরপ্রতীক' খেতাব প্রদান করা হয়। তাঁরা হলেন মুক্তিযোদ্ধা তারামন বিবি ও মুক্তিযোদ্ধা সেতারা বানু। মুক্তিযোদ্ধা তারামন বিবি ১১নং সেক্টরে যুদ্ধ করেন ।

মিয়ানমার এর রাজধানীর নাম নাইপিদো এবং সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি।

পূর্ণরূপ লিখুন:
7.

WWW, ROM, BRAC, UNESCO

Created: 3 months ago | Updated: 6 days ago
পূর্ণরূপ লিখুন:
8.

WWW

Created: 3 months ago | Updated: 1 day ago

WWW এর পূর্ণরূপঃ World Wide Web.

পূর্ণরূপ লিখুন:
9.

ROM

Created: 3 months ago | Updated: 1 day ago

ROM এর পূর্ণরূপঃ Read Only Memory.

পূর্ণরূপ লিখুন:
10.

BRAC

Created: 3 months ago | Updated: 6 days ago

BRAC এর পূর্ণরূপ Bangladesh Rural Advancement Committee.

পূর্ণরূপ লিখুন:
11.

UNESCO

Created: 3 months ago | Updated: 1 day ago

UNESCO এর পূর্ণ রূপ United Nations Educational, Scientific and Cultural Organization.

Related Sub Categories