অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪টি বিভাগ রয়েছে । অর্থ বিভাগ; অভ্যন্তরীণ সম্পদ বিভাগ,; অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; আর্থিক বিভাগ। (সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য
বাতায়ন )
ECNEC এর পূর্ণরূপ হলোঃ Executive Committee of the National Economic Council. এটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়
MICR এর পূর্ণরূপ হলোঃ Magnetic Ink Character Recognition.
MTBF এর পূর্ণরূপ হলোঃ Mean time between failure.
AIIB এর পূর্ণরূপ হলোঃ The Asian Infrastructure Investment Bank.
ASEAN এর পূর্ণরূপ হলোঃ The Association of South East Asian Nations.
অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার ৷
একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা ৭ জানুয়ারি ২০১৯ শপথ গ্রহণ করে।
বঙ্গবন্ধু ৪ নভেম্বর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন ।
জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ ২০১৭ সালের ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ৷
জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২৩ জুলাই পালন করা হয় ।
বাংলাদেশে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের আকার ৫,২৩,১৯০ কোটি টাকা (৪৮তম বাজেট) ।
বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন মেজর জেমস রেনেল (যুক্তরাজ্য)।
OIC এর সদস্যসংখ্যা ৫৭টি। কিন্তু বর্তমানে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। সেই হিসেবে OIC বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি ।
মুক্তিযুদ্ধকালীন ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী ৩ ডিসেম্বর ১৯৭১ গঠিত হয়।
ডিজিটাল নিরাপত্তা আইন ১৯ সেপ্টেম্বর ২০১৮ পাশ হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯তম সাধারণ অধিবেশন) অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ প্রদান করেন।
জাতীয় সংসদের প্রথম স্পীকার ছিলেন মোহাম্মদ উল্লাহ (মেয়াদঃ ০৭.০৪.১৯৭৩ থেকে ২৬.০১.১৯৭৪ পর্যন্ত)
রেডক্রস ও রেডক্রিসেন্টের সদস্য সংখ্যা ১৯২ টি। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।