স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী) সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই ১৯৭১ সালে

সেক্টরকমান্ডার বা প্রধানসংশ্লিষ্ট তৎকালীন জেলাসমূহ
মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর) এবং মেজর এ.টি.এম. হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)কুমিল্লা, আখাউড়া-ভৈরব এবং ঢাকা শহর, ফরিদপুর ও নোয়াখালী জেলার অংশবিশেষ
মেজর কে.এম শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর) এবং মেজর এ.এন.এমআখাউড়া-ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার অংশবিশেষ হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলার অংশবিশেষ
১০নৌবাহিনীর আটজন বাঙালি কর্মকর্তাঅভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল-চট্টগ্রাম ও চালনা

ঝালকাঠি জেলায় ‘ধানসিঁড়ি’ অবস্থিত। উল্লেখ্য, ধানসিঁড়ি হলো একটি নদীর নাম। বিখ্যাত প্রকৃতিবাদী কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলা কবিতায় ধানসিঁড়ি নদীটির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন ।

স্থানীয় সরকার সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। উল্লেখ্য দেশে ৫ স্তরবিশিষ্ট স্থানীয় সরকার বিদ্যমান। এগুলো হলোঃ গ্রামাঞ্চলে ৩ স্তর (১. ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ) এবং শহরাঞ্চলে ২ স্তর (১. পৌরসভা এবং ২. সিটি কর্পোরেশন)।

Created: 3 months ago | Updated: 1 day ago

NSI এড় পূর্ণরূপ হলো National Security Intelligence.

Related Sub Categories