ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন || হিসাব সহকারী (29-02-2020) || 2020

All

সকল বিষয়

বাংলায় অনুবাদ করুনঃ
1.

Listen to what I say.

Created: 2 months ago | Updated: 13 hours ago

Listen to what I say.

= আমি যা বলি তা শোনো । 

বাংলায় অনুবাদ করুনঃ
2.

He is a liar isn’t he?

Created: 2 months ago | Updated: 6 hours ago

He is a liar, isn't he?

= সে একজন মিথ্যাবাদী, সে নয় কি? 

বাংলায় অনুবাদ করুনঃ
3.

The pen which I gave him was black.

Created: 2 months ago | Updated: 1 day ago

The pen which I gave him was black.

= আমি তাকে যে কলমটি দিয়েছি তা কালো।

বাংলায় অনুবাদ করুনঃ
4.

Mr. Karim is a s kind as he is modest.

Created: 2 months ago | Updated: 2 days ago

Mr. Karim is as kind as he is modest. 

= জনাব করিম যেমন দয়ালু তেমন ভদ্র । 

বাংলায় অনুবাদ করুনঃ
5.

How long have I not heard from you!

Created: 2 months ago | Updated: 22 hours ago

How long have I not heard from you!

= কতদিন তোমার কথা শুনি না!

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ৫টি বিখ্যাত উপন্যাসঃ বড়দিদি (১৯১৩), দেবদাস (১৯১৭), গৃহদাহ (১৯২০), দেনা পাওনা (১৯২০), পথের দাবী (১৯২৬)।

পরিবেশ দূষণ চার প্রকার যথাঃ বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। শিল্পায়নকে পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয়। শিল্প-কারখানায় জীবাশ্ম জ্বালানি যেমনঃ তেল, গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের জন্য পরিবেশ দূষিত হচ্ছে। কল-কারখানা ও ইটভাটা হতে বিষাক্ত গ্যাস নির্গমনের ফলে পরিবেশ দূষিত হয়। তাছাড়া যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা, মলমূত্র ত্যাগ ও হাসপাতালের বর্জ্য ফেলা পরিবেশ দূষণের উৎস । বিভিন্ন বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়।

অপরিকল্পিত এবং যথেচ্ছার জীবনযাপন, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার, যানবাহন ও শিল্পাঞ্চল ইত্যাদির ফলে পরিবেশ দূষিত হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার জন্য অধিক বাসস্থান ও রাস্তাঘাট নির্মাণ করতে হচ্ছে। গাছপালা ও বনাঞ্চল ধ্বংস হচ্ছে। পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং খাদ্য-শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। পরিবেশ দূষণের কারণে মানুষ ও জীবজন্তুর ব্যাপক ক্ষতি হচ্ছে। মানুষ ক্যান্সার, চর্মরোগ, শ্বাসকষ্ট ও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের মতে নিম্নাঞ্চল ভবিষ্যতে পানিতে তলিয়ে যাবে।

পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে। বনায়নে পরিমাণ বাড়াতে হবে। নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে। একটি দেশের আয়তনের শতকরা ৩০ ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন। উদ্বেগের বিষয় হলো, আমাদের দেশের বনাঞ্চলের পরিমাণ শতকরা ৭ ভাগ, যা ধীরে ধীরে কমছে।

অতএব পরিকল্পিতভাবে বনজ, ফলজ ও ভেষজ গাছ লাগাতে হবে। কল-কারখানা ও গৃহস্থালির বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখা যাবে না। নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং রি-সাইক্লিংয়ের ব্যবস্থা করতে হবে। ট্যানারির বর্জ্য যেন পরিবেশের ক্ষতি করতে না পারে, তার ব্যবস্থা করতে হবে।

চাষাবাদে অজৈব সার অর্থাৎ রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। উদ্ভিদ সংরক্ষণে কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবিক, যান্ত্রিক এবং চাষাবাদ পদ্ধতির পরিবর্তন ইত্যাদির মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণে হাত থেকে পরিবেশকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেসব কারণে শব্দদূষণ হয়ে থাকে, তা কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। বস্তুত পরিবেশ দূষণের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাইলে জনসচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্র আইনের যথাযথ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

Change the Sentences as directed:
8.

We eat rice ( Passive voice)

Created: 2 months ago | Updated: 21 hours ago

We eat rice. 

= Passive Voice : Rice is eaten by me.

Change the Sentences as directed:
9.

Karim is present today ( Negative)

Created: 2 months ago | Updated: 21 hours ago

Karim is present today. 

= Negative: Karim is not absent today.

Change the Sentences as directed:
10.

Nobody believe a liar

Created: 2 months ago | Updated: 6 hours ago

Nobody believes a liar. 

= Interrogative : Who loves a liar?

Created: 2 months ago | Updated: 1 day ago

Neena said to Lina. 'You are very beautiful'.

= Indirect speech: Neena told Lina that she is very beautiful.

Created: 2 months ago | Updated: 4 days ago

"put" Past participle form 'put'.

Answer the following questions
13.

What is the plural form of ‘deer’

Created: 2 months ago | Updated: 2 weeks ago

‘Deer' এর Plural form হলো ‘Deer’. উল্লেখ্য, কতকগুলো Noun এর Singular এবং Plural form একই।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

মেয়েটি হাসতে হাসতে চলে গেল। 

= The girl went out laughing.

Created: 2 months ago | Updated: 9 hours ago

সূর্য অস্ত গেলে তারা বাড়ি ফিরল। 

= They reached home after the sun had sunk.

Created: 2 months ago | Updated: 1 week ago

আমি যদি পরীক্ষায় প্রথম হতাম! 

= If I were the first in the examination!

Created: 2 months ago | Updated: 2 weeks ago

তিন ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 

= It has been raining cats and dogs for three hours.

Created: 2 months ago | Updated: 3 days ago

ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 

= Dhaka is situated on the bank of the river Buriganga.

Created: 2 months ago | Updated: 1 day ago

এখানে ২, ৩ এবং ৪ এর ল.সা.গু. = ১২

অর্থাৎ ঘণ্টাটি ১২ ঘণ্টা পরপর একত্রে বাজবে। সেক্ষেত্রে ১ দিন বা ২৪ ঘণ্টায় ২ বার একত্রে বাজবে।

শুরুতে ১ বার বাজার পর ঘণ্টাগুলো ১ দিনে আর ২ বার বাজবে।

∴ ১ দিনে ঘণ্টাগুলো মোট = ২ + ১ = ৩ বার বাজবে।

Created: 2 months ago | Updated: 16 hours ago

2-(3-1)-1-1 = 2-13-1-1 = 2-3-1 = 1-1 = -11  = 1

আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু.

১২ অপর সংখ্যা =  × 

বা, অপর সংখ্যা = × = 

২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী

SAARC এর পূর্ণরূপ South Asian Association for Regional Co-operation. ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪ ধরনের রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয়। বীরশ্রেষ্ঠ প্রথম এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বীর উত্তম দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। বীর বিক্রম তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। বীর প্রতীক চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। 

চীনা ভাষায় সবচেয়ে বেশি (প্রায় ১২৮ কোটি ৪০ লক্ষ লোক) কথা বলে । এর পরেই রয়েছে স্পেনীয় ভাষা।

১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় (বর্তমান মুজিবনগর) ভবের-পাড়া গ্রামের আম্রকাননে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ (সেক্টর ৮), সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল (সেক্টর ২), ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সেক্টর ৭) ।

মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার স্থল সীমান্ত আছে। এগুলো হলোঃ রাঙামাটি, বান্দরবান কক্সবাজার । উল্লেখ্য, একমাত্র চট্টগ্রাম বিভাগের সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে।

Related Sub Categories