নাবিক
নাবিক = নৌ + ইক
উদ্যোগ
উদ্যোগ = উৎ + যোগ
গবেষণা
নায়ক = নৈ + অক
নায়ক
গবেষণা = গো + এষণা
পবিত্র
পবিত্র = পো + ইত্র
ফল পাকিলে যে গাছ মরিয়া যায়
ফল পাকিলে যে গাছ মরিয়া যায় = ঔষধি ।
কোথাও উঁচু কোথাও নিচু
কোথাও উঁচু কোথাও নিচু = বন্ধুর।
উপকারীর অপকার করেন যিনি
উপকারীর অপকার করেন যিনি = কৃতঘ্ন।
যার উপস্থিত বুদ্ধি আছে
যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি।
যা বার বার দুলছে
যা বার বার দুলছে = দোদুল্যমান ।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজে প্রয়োজনীয় সহযোগীতা করাই অফিস সহায়কের প্রধান কাজ। পদবি দেখেই বুঝা যায়
যে, অফিস সহায়কের কাজ হলো অফিসের কাজে সহযোগীতা করা। অফিস সহায়কের কিছু কাজের তালিকা নিম্নরূপঃ
০১. অফিসের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
০২. নির্দেশক্রমে অফিসের ফাইলপত্র অন্যত্র স্থানান্তর করা। ০৩. অফিসের হালকা জিনিসপত্র একস্থান হতে অন্যত্র বহন বা স্থানান্তর করা ।
০৪. গুরুত্বপূর্ণ ফাইল সমূহ গোপনীয়তা বজায় রেখে বাক্স বন্দী করে এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর করা। ০৫. নাস্তা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চাহিদা অনুযায়ী সরবরাহ করা।
০৬. অফিস সহায়ক স্ব স্ব শাখা ও কর্মকর্তার নির্দেশিত কাজ করবেন।