মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ এপ্রিল তারিখে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন।
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী) সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই ১৯৭১ সালে । উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ৩টি (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) নিয়মিত ব্রিগেড গঠন করা হয়।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উল্লেখ্য, জাতীয় শিশু দিবস ১৭ মার্চ। ১৯৯৬ সালে প্রথম বাংলাদেশে জাতীয় শিশু দিবস পালন করা হয়।
মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। উল্লেখ্য, ৮ জুন ২০২০ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) The State of World Fisheries and Aquaculture 2020 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে । প্রতিবেদন অনুযায়ীঃ
স্বাদু পানির মাছ বৃদ্ধিতে শীর্ষ দেশঃ ইন্দোনেশিয়া এবং দ্বিতীয় বাংলাদেশ। বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী দেশ এবং ২০০২ সাল থেকে শীর্ষ রপ্তানিকারক দেশ চীন। মাছ রপ্তানিতে শীর্ষ ৩ দেশঃ চীন, নরওয়ে, ভিয়েতনাম। মাছ আমদানিতে শীর্ষ ৩
দেশঃ যুক্তরাষ্ট্র, চীন এবং জাপান, স্পেন।
বাগদা চিংড়ি চাষ হয় লোনা পানিতে আর গলদা চিংড়ি চাষ হয় স্বাদু পানিতে ।