করোনা থেকে রক্ষার উপায়গুলোঃ
০১. করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পাওয়া যাচ্ছে। মাস্ক ভাইরাসটিকে প্রতিরোধ করতে পারে। তাই মাস্ক ব্যবহার করুন।
০২. করোনাভাইরাসটি ভারি হওয়ায় এটি ড্রপলেটের মাধ্যমে বেশী ছড়ায়, এটি বাতাসে তেমন ছড়ায় না। তবে সতর্ক থাকতে হবে ।
০৩. কোনো ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় ১২ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই সাবান দিয়ে ভাল করে হাত ধুলেই যথেষ্ট হবে ।
০৪. করোনাভাইরাস কাপড়ে ৯ ঘণ্টা জীবিত থাকতে পারে । তাই কাপড় ধুয়ে রোদে দুই ঘণ্টা রাখলে ভাইরাসটি মারা যাবে।
০৫. করোনাভাইরাস হাত বা ত্বকে ১০ মিনিটেই মতো জীবিত থাকতে পারে। তাই ৭০% অ্যালকোহল মিশ্রিত জীবাণুনাশক হাতে মেখে নিলে ভাইরাসটি মারা যাবে।