বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন || সহকারী প্রশাসনিক কর্মকর্তা (04-12-2020) || 2020

All

সকল বিষয়

এক কথায় প্রকাশ করুনঃ
1.

মহান আশয় যার

Created: 2 months ago | Updated: 4 days ago

মহান আশয় যার = মহাশয়।

এক কথায় প্রকাশ করুনঃ
2.

বান্ধবের সাথে বর্তমান

Created: 2 months ago | Updated: 4 days ago

বান্ধবের সাথে বর্তমান = সবান্ধব ।

এক কথায় প্রকাশ করুনঃ
3.

যা কখনো নষ্ট হয় না

Created: 2 months ago | Updated: 4 days ago

যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর।

এক কথায় প্রকাশ করুনঃ
4.

শোক দ্বারা আতুর

Created: 2 months ago | Updated: 4 days ago

শোক দ্বারা আতুর = শোকাতুর ।

বাগধারা গুলোর অর্থ লিখুন
5.

ইঁদুর কপালে

Created: 2 months ago | Updated: 7 hours ago

ইঁদুর কপালে (মন্দভাগ্য): তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।

বাগধারা গুলোর অর্থ লিখুন
6.

বিড়াল তপস্বী

Created: 2 months ago | Updated: 7 hours ago

বিড়াল তপস্বী (ভণ্ড লোক): সাধু সেজে তাকলেও সে যে আসলে একটি বিড়াল তপস্বী তা এখন সবাই বুঝে গেছে।

বাগধারা গুলোর অর্থ লিখুন
7.

নয় ছয়

Created: 2 months ago | Updated: 7 hours ago

নয় ছয় (অপচয়): নয়ছয় কারীকে কেউ পছন্দ করে না।

বাগধারা গুলোর অর্থ লিখুন
8.

ভানুমতির খেলা

Created: 2 months ago | Updated: 4 days ago

ভানুমতির খেলা (অবিশ্বাস্য ব্যাপার): না পড়ে প্রথম বিভাগে পাস করে সে ভানুমতীর খেল দেখিয়েছে।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
9.

অন্যান্য

Created: 2 months ago | Updated: 7 hours ago

অন্যান্য = অন্য + অন্য।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
10.

ততোধিক

Created: 2 months ago | Updated: 4 days ago

ততোধিক = ততঃ + অধিক।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
11.

অত্যন্ত

Created: 2 months ago | Updated: 7 hours ago

অত্যন্ত = অতি + অন্ত ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
12.

স্বাধীন

Created: 2 months ago | Updated: 4 days ago

স্বাধীন = স্ব + অধীন।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
13.

কালান্তর

Created: 2 months ago | Updated: 4 days ago

কালান্তর = অন্য কাল (নিতা সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
14.

দুধভাত

Created: 2 months ago | Updated: 4 days ago

দুধভাত (অপশনটি ভুল) শুদ্ধ হবে দুধে-ভাতে = দুধ মিশ্রিত ভাত (মধ্যপদলোপী কর্মধারায় সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
15.

হাভাত

Created: 2 months ago | Updated: 4 days ago

হাভাত = ভাতের অভাব (অব্যয়ীভাব)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
16.

চুলাচুলি

Created: 2 months ago | Updated: 4 days ago

চুলাচুলি = চুলে চুলে যে যুদ্ধ (বাতিহার বহুবীহি)।

অল্পবিদ্যা ভয়ংকরী

বিদ্যা অমূল্য সম্পদ। মানব কল্যানে বিদ্যার দান অপরিসীম। সভ্যতার অগ্রযাত্রায় অপরিসীম অবদান রেখে যাচ্ছে বিদ্যা বা জ্ঞান। মানুষের জীবনকে সুন্দর ও বিকশিত করে বিদ্যা বা জ্ঞান। বিদ্যানের মর্যাদা সর্বত্র। তবে স্বল্প শিক্ষিত লোকের আগ্রচার অকল্যানকর, তাই বলা হয় অন্ন বিদ্যা ভয়ঙ্কর ।

"A little learning is dangerous thing"

যারা স্বল্প শিক্ষিত ও যন্ত্র জ্ঞানের অধিকারী তারা নিজেদের অজ্ঞতাকে ঢেকে রাখে। তারা যতটা জ্ঞানী তার থেকে প্রচার করে বেশি। আর প্রকৃত জ্ঞানী কখনও আত্ম-প্রচারে ব্যস্ত হন না। জল ভরা কলস আর শূন্য কলসের যেমনি একটা পার্থক্য আছে, তেমনি পার্থক্য রয়েছে যন্ত্রবিদ্যা অর্জনকারী আর জ্ঞানীদের মধ্যে। বিদ্যান ব্যক্তিরা অল্প শিক্ষিত লোকদের মতে আকালন করেন না ৷ প্রকৃত বিধান সব সময়ই বিনয় দান করেন। নিজের অর্জিত জ্ঞানের পরিচয় দিতে গিয়ে "জ্ঞান-সমুদ্রের তীরে আমি নুড়ি কুড়াচ্ছি মাত্র” নিউটন ৷

অনেক জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও বিদ্যা তাকে বিনয়ী করেছে। অন্যদিকে স্বল্প শিক্ষিত ব্যক্তিরা নিজেদেরকে সবজান্তার ভান করে নানাভাবে সমাজের ক্ষতি সাধন করে। যেমনি করে থাকে হাতুড়ে ডাক্তার। এতে অনেক রোগীর প্রাণ বিপন্ন হয়। তাই যে কোন বিষয়ে পরিপূর্ণ শিক্ষা অর্জন প্রয়োজন। মাঝামাঝি পর্যায়ের কোন শিক্ষাই ফলপ্রসূ নয়। এজন্যই বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর ।

Created: 2 months ago | Updated: 4 days ago

খবরের কাগজ হলো জ্ঞানের ভান্ডার।

= Newspaper is a store of knowledge.

Translate the following sentences from Bangla to English:
19.

আয় বুঝে ব্যয় কর।

Created: 2 months ago | Updated: 7 hours ago

আয় বুঝে ব্যয় কর।

= Cut your coat according to your cloth.

Translate the following sentences from Bangla to English:
20.

আমি আপনাকে খাওয়াবো।

Created: 2 months ago | Updated: 4 days ago

আমি আপনাকে খাওয়াবো।

= I will treat you.

Created: 2 months ago | Updated: 4 days ago

খাবারে বৈচিত্র্য স্বাস্থ্যের জন্য ভাল।

= Variety in food is good for health.

Make the sentences with meanings using the following idioms:
22.

Get rid of

Created: 2 months ago | Updated: 4 days ago

Get rid of (মুক্তি পাওয়া): Rashida wanted to get rid of her relatives.

Make the sentences with meanings using the following idioms:
23.

Caught red-handed

Created: 2 months ago | Updated: 7 hours ago

Caught red-handed (হাতেনাতে ধরা): The thief was caught red-handed.

Make the sentences with meanings using the following idioms:
24.

give up

Created: 2 months ago | Updated: 7 hours ago

Give up (হাল বা আশা ছেড়ে দেওয়া) You should not give up hope for good job.

Make the sentences with meanings using the following idioms:
25.

Blue blood

Created: 2 months ago | Updated: 4 days ago

Blue blood (আভিজাত্য): Md. Anwar Hossain never boasts of his blue blood.

Social and Economic Impact of COVID-19

Social Impact: More than half of the world's population lived in Covid-19 induced lockdown until recently, which highly disrupted lives and livelihoods throughout societies. In particular women, people with disabilities, the poor, ethnic minorities and the disadvantaged section of the society, mostly in the developing world, have been adversely affected. Income inequality, deprivation, discrimination on the basis of colour, creed, ethnicity, social status, etc. have worsened the situation. The pandemic outbreak has provoked social stigma and discriminatory behaviour against people of certain ethnic or also social backgrounds. Anyone perceived to have been in contact with people affected by the virus has been discriminated against in certain cases.

Covid-19 patients in many cases have been neglected by caregivers, family, friends and the community. Stigma has undermined social cohesion and prompted social isolation of patients. Bodies of people who died from Covid-19 were found to have been abandoned in forests or on the streets in certain places of Bangladesh. Communities in a few areas even refused burial of such bodies. After being identified as a corona patient, a number of aged men/women could not even enter their own houses or get any treatment anywhere. And Covid-19 patients, their family members and frontline workers like medical professionals and law enforcers have been harassed in many places.

Economic Impact: The rich-poor gap has increased significantly in Bangladesh in recent years. The massive GDP growth has not been accompanied with increased equality. The Gini coefficient has increased from 0.388 in 1992 to 0.482 in 2016, meaning that inequality has increased. GDP growth without proper job creation has resulted in slow progress in poverty reduction. Existing inequality of access to healthcare for the poor has aggravated during the pandemic. Economic recovery packages like bailouts, incentives, loan rescheduling, subsidies, etc. are benefiting mainly the rich businesses. Our average household consumption fell from 1.8 percent in 2010 to 1.4 percent in 2016. Low- income communities are more likely to be exposed to the corona virus and will be more affected due to long-standing segregation, high-cost of medicine, etc. Higher mortality rate has been observed among marginal groups in the US-21 percent of black Americans and 18 percent of Hispanic people live below the poverty line, compared to 8 percent of white Americans. Low income is associated with diabetes, heart-disease, etc. which makes on more vulnerable to Covid-19. The US Gini coefficient was 0.59 in 2016 which represents high inequality. Implicit racism and discrimination through attitudes, process, behaviour, prejudice, ignorance and thoughtlessness have been reported in the UK also, 8.5 million non-whites in Britain face disparity in education, employment, medical treatment, etc. Proportion of corona virus infection is disproportionately higher (34 percent) among the UK's ethnic minority population (14 percent).

ধরি, গল্পের বই আছে ৪x টি

এবং গল্প ছাড়া বই আছে ৩x টি

∴ মোট বই আছে = ৪x + ৩x = ৭x টি

প্রশ্নমতে, ৪x = ১,২৪৮

x= , = 

∴ মোট বই আছে = x =  ×  = ,

ধরি, y টি গল্পের বই কেনা হয়।

প্রশ্নমতে, , + y + y = 

 , + y =, + y =  y -y =, - , + y = y =   y = =

অর্থাৎ নতুন বই কেনা হয়েছিল ৩১২টি। (উত্তর)

দেওয়া আছে,  7x2 - 10x-38 = 7x + 56

 7x2 -7x + 56  = 10x-38  21x - 7x -56 = 10x-38

 14x -53 = 10x-34 [2 দ্বারা গুণ করে]

 56x - 20 = 30x - 9  56x - 30x = 20 - 9  26x = 11  x = 1126 answer

১টি ক্লাসে মোট ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন শিক্ষার্থী অর্থনীতি বিষয় নিয়েছে। ৮ জন শিক্ষার্থী কেবল অর্থনীতি বিষ্ণু নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয় নয় ।
29.

কতজন শিক্ষার্থী অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় নিয়েছে?

Created: 2 months ago | Updated: 1 day ago

দেয়া আছে, ক্লাসে মোট শিক্ষার্থী আছে ২৫ জন ।

১২ জন শিক্ষার্থী অর্থনীতি নিয়েছে

এবং ৮ জন শিক্ষার্থী শুধু অর্থনীতি নিয়েছে

∴ উভয় বিষয় নিয়েছে = ১২ - ৮ = ৪ জন (উত্তর)

১টি ক্লাসে মোট ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন শিক্ষার্থী অর্থনীতি বিষয় নিয়েছে। ৮ জন শিক্ষার্থী কেবল অর্থনীতি বিষ্ণু নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয় নয় ।
30.

কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়েছে, অর্থনীতি বিষয় নয়?

Created: 2 months ago | Updated: 4 days ago

দেয়া আছে, ক্লাসে মোট শিক্ষার্থী আছে ২৫ জন ।

আবার, ১২ জন শিক্ষার্থী অর্থনীতি নিয়েছে ।

∴ রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে = ২৫ - ১২ = ১৩ জন ।

ঐ ব্যক্তি প্রথম ২ বছরের জন্য মুনাফা পাবেন  =  ×  ×  = ২০০ টাকা I = prn100

ঐ ব্যক্তি দ্বিতীয় ২ বছরের জন্য মুনাফা পাবেন  =  × × = ১০০ টাকা

অর্থাৎ ৪ বছরে মোট মুনাফা পাবেন = ২০০ + ১০০ = ৩০০ টাকা

অতএব, ঐ ব্যক্তি ৪ বছর পর গ্রহণ করবেন = ১,০০০ + ৩০০ = ১,৩০০ টাকা। (উত্তর)

মুক্তিযুদ্ধের স্মারক ‘শিখা চিরন্তন' অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে (পূর্ব নাম ছিলো রেসকোর্স ময়দানে) অবস্থিত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করেন আ.স.ম আব্দুর রব ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে।

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানটির রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী। উল্লেখ্য, 'একুশে ফেব্রুয়ারী'র বিখ্যাত গানটির নাম হলো 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী'। গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ। কিন্তু গানটির বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ।

নিলাম তত্ত্ব এবং নতুন নিলাম ফরমেটের প্রতিচ্ছবিগুলোর আবিষ্কারের জন্য ২০২০ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন (২ জন) পল আর মিলগ্রাম (যুক্তরাষ্ট্র) এবং রবার্ট বি উইলসন (যুক্তরাষ্ট্র)।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস' প্রথম দেখা দেয়।

আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙামাটি (৬,১১৬.১১ বর্গ কিলোমিটার বা ২,৩৬১ বর্গ মাইল। আর ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ (৬৮৪.৩৭ বর্গ কিলোমিটার বা ২৬৪ বর্গ মাইল)। জেলা নিয়ে কিছু কথাঃ বাংলাদেশের প্রথম জেলা গঠিত হয় ১,৬৬৬ সালে; প্রথম গঠিত জেলা চট্টগ্রাম (১,৬৬৬)।

বাংলাদেশের উৎপাদিত প্রথম সোলার চালিত ল্যাপটপের নাম 'তালপাতা'।

মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় ১৯৮২ সালে ।

Created: 2 months ago | Updated: 7 hours ago

KAFCO এর পূর্ণ রূপ Karnaphuli Fertilizer Company Limited. উল্লেখ্য, কাফকো (জাপানের সহযোগিতায়) প্রতিষ্ঠত হয় ১৯৮১ সালে আর ১৫ ডিসেম্বর, ১৯৯৪ সালে উৎপাদন শুরু করে। এটি আনোয়ারা, চট্টগ্রামে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি মূলত ইউরিয়া সার উৎপাদন করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এর উচ্চ কক্ষ (Upper Chamber) কে বলা হয় সিনেট (১০০) এবং নিম্ন কক্ষ (Lower Chamber) কে বলা হয় হাউজ অব রিপ্লেজেন্টেটিভস (৪৩৫)।

নেপোলিয়নকে বলা হত ফরাসি বিপ্লবের শিশু। উল্লেখ্য, ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দূর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব শুরু হয়। রুশো, ভলতেয়ার তাদের লিখনি দ্বারা ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যোগিয়েছিলেন। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল ‘স্বাধীনতা, সমতা ও ভাতৃত্ব'। ১৯৭৩ সালে সহস্র দর্শকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে শিরশ্ছেদ করা হয় ৷ 'জেকোবিন' নামের একটি ক্লাব ছিলো ফরাসি বিপ্লবের অগ্রানায়ক। ফরাসি বিপ্লবের স্লোগানটি ছিল মূলত দার্শনিক রুশোর একটি বিখ্যাত উক্তি ছিলো ‘Man is born free, but is every where in chain'.

'ফেসবুক' (Facebook) এর প্রতিষ্ঠা হলেন মার্ক জুকারবার্গ। উল্লেখ্য, মার্ক জুকারবার্গ ও তাঁর তিন বন্ধু মিলে ২০০৪ সালে নির্মাণ করেছিলেন ফেসবুক। প্রথমে তা কেবল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু পরে এর জনপ্রিয়তার কারণে এটি সকলের কাছে উন্মুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর অবস্থিত। মার্ক জুকারবার্গ বর্তমানে ফেসবুকের চেয়ারম্যান এবং সিইও।

Microsoft Corporation কম্পিউটার সফটওয়্যার কোম্পানি স্প্রেডশীট, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের মতো প্রোগ্রামগুলোকে তৈরি করেছে।

Ctrl + ] কম্পিউটারে এই কী-বোর্ড কমান্ড দিয়ে Font সাইজ বড় করা হয়।

Underline করার জন্য কম্পিউটারে কী-বোর্ড কমান্ড হলো Ctrl + U.

পাট থেকে পলিমার ব্যাগ উদ্ভাবন করেন পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশের জুটমিল  কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান। এই ব্যাগের নাম দেয়া হয়েছে 'সোনালী ব্যাগ'। পাট থেকে সেলুলোজ আহরণ করে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় সিট। তা থেকে তৈরি হয় ব্যাগ ।

দ্বৈত শাসন ব্যবস্থা' (Double Powers of Governor) এর প্রবর্তক ছিলেন রবার্ট ক্লাইভ ১৭৬৫ সালে । উল্লেখ্য ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ ৷

এশিয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায়। ADB প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর।

‘শেষের কবিতা' উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ।

Related Sub Categories