বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন || সহকারী প্রশাসনিক কর্মকর্তা (04-12-2020) || 2020

All

মুক্তিযুদ্ধের স্মারক ‘শিখা চিরন্তন' অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে (পূর্ব নাম ছিলো রেসকোর্স ময়দানে) অবস্থিত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করেন আ.স.ম আব্দুর রব ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে।

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানটির রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী। উল্লেখ্য, 'একুশে ফেব্রুয়ারী'র বিখ্যাত গানটির নাম হলো 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী'। গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ। কিন্তু গানটির বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ।

নিলাম তত্ত্ব এবং নতুন নিলাম ফরমেটের প্রতিচ্ছবিগুলোর আবিষ্কারের জন্য ২০২০ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন (২ জন) পল আর মিলগ্রাম (যুক্তরাষ্ট্র) এবং রবার্ট বি উইলসন (যুক্তরাষ্ট্র)।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস' প্রথম দেখা দেয়।

আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙামাটি (৬,১১৬.১১ বর্গ কিলোমিটার বা ২,৩৬১ বর্গ মাইল। আর ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ (৬৮৪.৩৭ বর্গ কিলোমিটার বা ২৬৪ বর্গ মাইল)। জেলা নিয়ে কিছু কথাঃ বাংলাদেশের প্রথম জেলা গঠিত হয় ১,৬৬৬ সালে; প্রথম গঠিত জেলা চট্টগ্রাম (১,৬৬৬)।

বাংলাদেশের উৎপাদিত প্রথম সোলার চালিত ল্যাপটপের নাম 'তালপাতা'।

মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় ১৯৮২ সালে ।

Created: 2 months ago | Updated: 11 hours ago

KAFCO এর পূর্ণ রূপ Karnaphuli Fertilizer Company Limited. উল্লেখ্য, কাফকো (জাপানের সহযোগিতায়) প্রতিষ্ঠত হয় ১৯৮১ সালে আর ১৫ ডিসেম্বর, ১৯৯৪ সালে উৎপাদন শুরু করে। এটি আনোয়ারা, চট্টগ্রামে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি মূলত ইউরিয়া সার উৎপাদন করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এর উচ্চ কক্ষ (Upper Chamber) কে বলা হয় সিনেট (১০০) এবং নিম্ন কক্ষ (Lower Chamber) কে বলা হয় হাউজ অব রিপ্লেজেন্টেটিভস (৪৩৫)।

নেপোলিয়নকে বলা হত ফরাসি বিপ্লবের শিশু। উল্লেখ্য, ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দূর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব শুরু হয়। রুশো, ভলতেয়ার তাদের লিখনি দ্বারা ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যোগিয়েছিলেন। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল ‘স্বাধীনতা, সমতা ও ভাতৃত্ব'। ১৯৭৩ সালে সহস্র দর্শকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে শিরশ্ছেদ করা হয় ৷ 'জেকোবিন' নামের একটি ক্লাব ছিলো ফরাসি বিপ্লবের অগ্রানায়ক। ফরাসি বিপ্লবের স্লোগানটি ছিল মূলত দার্শনিক রুশোর একটি বিখ্যাত উক্তি ছিলো ‘Man is born free, but is every where in chain'.

'ফেসবুক' (Facebook) এর প্রতিষ্ঠা হলেন মার্ক জুকারবার্গ। উল্লেখ্য, মার্ক জুকারবার্গ ও তাঁর তিন বন্ধু মিলে ২০০৪ সালে নির্মাণ করেছিলেন ফেসবুক। প্রথমে তা কেবল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু পরে এর জনপ্রিয়তার কারণে এটি সকলের কাছে উন্মুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর অবস্থিত। মার্ক জুকারবার্গ বর্তমানে ফেসবুকের চেয়ারম্যান এবং সিইও।

Microsoft Corporation কম্পিউটার সফটওয়্যার কোম্পানি স্প্রেডশীট, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের মতো প্রোগ্রামগুলোকে তৈরি করেছে।

Ctrl + ] কম্পিউটারে এই কী-বোর্ড কমান্ড দিয়ে Font সাইজ বড় করা হয়।

Underline করার জন্য কম্পিউটারে কী-বোর্ড কমান্ড হলো Ctrl + U.

পাট থেকে পলিমার ব্যাগ উদ্ভাবন করেন পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশের জুটমিল  কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান। এই ব্যাগের নাম দেয়া হয়েছে 'সোনালী ব্যাগ'। পাট থেকে সেলুলোজ আহরণ করে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় সিট। তা থেকে তৈরি হয় ব্যাগ ।

দ্বৈত শাসন ব্যবস্থা' (Double Powers of Governor) এর প্রবর্তক ছিলেন রবার্ট ক্লাইভ ১৭৬৫ সালে । উল্লেখ্য ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ ৷

এশিয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায়। ADB প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর।

‘শেষের কবিতা' উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ।

Related Sub Categories