ICDDRB
ICDDRB = International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh.
SPARRSO
SPARRSO = Space Research and Remote Sensing Organization.
MICR
MICR = Magnetic Ink Character Recognition.
SMTP
SMTP = Simple Mail Transfer Protocol.
NAEM
NAEM = National Academy for Educational Management.
‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
শামীম শিকদারের নির্মিত 'স্বোপার্জিত স্বাধীনতা' ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে অবস্থিত।
ভারত-বাংলাদেশ মৈত্রী স্বাক্ষরিত হয় কত তারিখে?
ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ১৯ মার্চ ১৯৭২ সালে।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট বহনকারী রকেটের নাম কি?
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট বহনকারী রকেটের নাম 'ফ্যালকন'। উল্লেখ্য, ২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি উৎক্ষেপন করা হয়। স্যাটেলাইটটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের মাধ্যমে উৎক্ষেপন করা হয়েছিল।
‘অপারেশন থান্ডারবোল্ট‘ কি?
রাজধানীর গুলশানে হোলি আর্টিজনে রেস্টুরেন্টে সেনাবাহিনীর নেতৃত্বে ১ জুলাই ২০১৬ সালে 'অপারেশন থান্ডারবোল্ট' পরিচালিত হয়।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের ৫ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে তফসিল সংখ্যা সাতটি। পঞ্চম তফসিলে সংবিধানের ১৫তম সংশোধনী আইন, ২০১১ এর ৫৫ ধারা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা হয়। আর পঞ্চম তফসিলে ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ সংযুক্ত করা হয়।
বিশ্বের গভীরতম খাল কোনটি?
বিশ্বের গভীরতম খাল (১৪ মিটার) পানামা খাল। বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল সুয়েজ খাল।
পদ্মা সেতুর দৈর্ঘ্য ও স্প্যান সংখ্যা কত?
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং পিলার বা খুঁটির সংখ্যা মোট ৪২টি। উল্লেখ্য, পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার; গ্রন্থ ১৮:১০ মিটার। ৪১টি স্প্যানের মধ্যে প্রথম স্প্যান স্থাপন করা হয় ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে (৩৭ ও ৩৮ নং খুঁটিতে) এবং সর্বশেষ ৪১তম স্প্যান স্থাপন করা হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে (১২ ও ১৩ নং খুঁটিতে)। পদ্মা বহুমুখী সেতু লৌহজং (মুন্সিগঞ্জ), শিবচর (মাদারীপুর) এবং জাজিরা (শরীয়তপুর) এই তিনটি জেলায় অবস্থিত। এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই ২০০১ সালে। মূল কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর ২০১৫ সালে।
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করেছিলেন কর্নেল এম এ জি ওসমানী। সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই ১৯৭১ সালে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়। ১০নং সেক্টর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ৩টি (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) নিয়মিত ব্রিগেড গঠন করা হয়।
ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের ভৌগলিক সীমায় অন্তর্ভুক্ত আর বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের ভৌগলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে।
‘র্পোট অব স্পেন’ কোন দেশের রাজধানী?
পোর্ট অব স্পেন' পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অন্তর্গত 'ত্রিনিদাদ ও টোবাগো' রাষ্ট্রের রাজধানী।
ওমানের মুদ্রার নাম কি?
ওমানের মুদ্রার নাম 'রিয়েল'।
‘আামর দেখা নয়াচীন’ গ্রন্থের লেখক কে?
SDG এর টার্গেট কতটি?
'আমার দেখা নয়াচীন' গ্রন্থের লেখক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উল্লেখ্য, গ্রন্থটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭ ডিসেম্বর ২০১৯ সালে)। বইটি প্রথম প্রকাশিত হয় ১ ফেব্রুয়ারি ২০২০ সালে (১৮ মাঘ ১৪২৬); মোড়ক উন্মোচন করা হয় ২ ফেব্রুয়ারি ২০২০ সালে; গ্রন্থটির লোগো করেন রফিকুন নবী; প্রচ্ছদ ও গ্রন্থ-নকশা করেন তারিক সুজাত; ইংরেজিতে অনুবাদ করেন ড. ফকরুল আলম; সম্পাদনা করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান; গ্রন্থটির প্রচ্ছদে ব্যবহৃত লোগোটি চীনে অনুষ্ঠিত ১৯৫২ সালের পিকিং সম্মেলনের লোগো 'শান্তির কপোত'। তাঁর রচিত অন্য দুটি গ্রন্থ হলোঃ 'অসমাপ্ত আত্মজীবনী' এবং 'কারাগারের রোজনামচা'।
বেগম রোকেয়ার জন্ম কত সালে?
Green dam কি?
SDGs এর বৈশ্বিক লক্ষ্য ১৭টি এবং লক্ষ্যমাত্রা ১৬৯ টি। উল্লেখ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অফিসিয়াল নাম হলো Transforming our world, ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও লক্ষ্যমাত্রাগুলি পূরণের অঙ্গীকার নিয়ে জাতিসংঘভূক্ত, ১৯৩ টি দেশ The Sustainable Development Goals (SDGs) এর এই চুক্তিতে স্বাক্ষর করে।