কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) || সিপাই (22-01-2021) || 2021

All

মুজিবনগর সরকার বা বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার ভবের পাড়া গ্রামের আম্র কাননে। আর ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার 'মুজিব নগর সরকার' শপথ গ্রহণ করেন।

করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহান শহরে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৯ সালে প্রথম চীনের হুবেই প্রদেশে উহান শহরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়। আর বাংলাদেশে প্রথম সনাক্ত হয় ৮ মার্চ ২০২০ সালে। এই রোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে। এরপর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করেছে ব্রাজিল ও ভারতে।

জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দেয়। ইউনেস্কোর ৩০তম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে।

ভিটামিনবিসিডি
মূল উৎসপ্রাণিজ: যকৃত, বৃক্ক, দুধ, ডিমের কুসুম, মাছের তেল
উদ্ভিজ: হলুদ, শাক-সবজি, ফল, গাজর
শস্যদানা, মটর, ঢেঁকি ছাটা সিদ্ধ চাল, 
আটা, শিসের বীচি, চীনাবাদাম, যকৃত
সবুজ টক ফল, টাটকা সবজি, কাঁচা মরিচ, টমেটো, বাঁধাকপি, সবুজ শাক

প্রাণিজ: মাছের তেল, যকৃত, ডিমের কুসুম, দুধ

উদ্ভিজ: আর্গোক্যালসিয়াম ফেরল রূপে ভোজ্য তেল

অভাবজনিত রোগরাতকানা, বৃদ্ধিহীনতা, বন্ধ্যাত্ব, ত্বকের মসৃনতা নষ্টবেরিবেরি রোগ, ক্ষুধামন্দা, 
পেশি দুর্বলতা, মানসিক ক্লান্তি, অবসাদ
স্কার্ভি, দন্তক্ষয় ও দাঁতের মাড়ি নরম হওয়া, নাক ও মুখ থেকে রক্তক্ষরণ, সর্দি-কাশি, চর্মরোগশিশু-রিকেটস, বয়স্ক-অস্টিওম্যালেসিয়া

১. গুগল (Google) ২. ফায়ারফক্স (Mozila Firefox।

১. মুন্সী আব্দুর রউফ 
২. মোহাম্মদ মোস্তফা কামাল 
৩. মতিউর রহমান 
৪. নূর মোহাম্মদ শেষ

মুক্তিযুদ্ধের উপর ৪ ধরনের খেতাব আছে। এগুলো হলোঃ ১. বীরশ্রেষ্ঠ (৭ জন); ২. বীরউত্তম (৬৮ জন), ৩. বীরবিক্র (১৭৫ জন); ৪. বীরপ্রতীক ( ৪২৬ জন)।

ঐতিহাসিক ৬ দফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা দাবি তুলে ধরেন।

পূর্ণরূপ লিখুন:
9.

NBR

Created: 3 months ago | Updated: 6 days ago

NBR এর পূর্ণরূপ National Board of Revenue বা জাতীয় রাজস্ব বোর্ড।

পূর্ণরূপ লিখুন:
10.

VAT

Created: 3 months ago | Updated: 6 days ago
পূর্ণরূপ লিখুন:
11.

WHO

Created: 3 months ago | Updated: 6 days ago

WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পূর্ণরূপ লিখুন:
12.

UNHCR

Created: 3 months ago | Updated: 6 days ago

UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন।

পূর্ণরূপ লিখুন:
13.

VAT

Created: 3 months ago | Updated: 6 days ago

VAT এর পূর্ণরূপ Value Added Tax বা মূল্য সংযোজন কর।

Related Sub Categories