বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন || ব্যক্তিগত কর্মকর্তা (19-06-2021) || 2021

All

বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল, যশোর জেলায় অবস্থিত। এই ১২ জানুয়ারি ২০০২ সালে চালু হয়। উল্লেখ্য, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান দপ্তর ঢাকায় অবস্থিত।

UNICEF আন্তর্জাতিক সংস্থা শিশুদের জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করে।

'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।' গানটির রচয়িতা ও সুরকার হলেন 'আব্দুল লতিফ'।

উজবেকিস্তানের মুদ্রার নাম সোম এবং রাজধানীর নাম হলো তাশখন্দ।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ 'রেসকোর্স ময়দানে' শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন। উল্লেখ্য, সংবিধানের ৪(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতির পিতা 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' (এছাড়া সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তফসিলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা) উল্লেখ করা হয়েছে ।

Related Sub Categories