সবচেয়ে বচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন এবং সবচেয়ে বড় বাণিজ্য জোট হলো WTO.
SDG এর ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
খসড়া সংবিধান গণপরিষদে উপস্থাপন করা হয় কবে?
১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে ।। তৎকালীন আইনমন্ত্রী ড কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন।
বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে?
বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন।
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি গামা রশ্নি।
বাংলাদেশের মোট নদীবন্দর কয়টি?
বাংলাদেশের মোট ৩৫টি নদীবন্দর রয়েছে।
BIMSTEC এর সচিবালয় কোন দেশে অবস্থিত?
BIMSTEC এর সচিবালয় ঢাকা, বাংলাদেশে অবস্থিত ।
বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে ।
আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?
আফগানিস্তানের প্রধান ভাষা পশতু ।
নুরেমবার্গে নাজিদের বিচার কবে শুরু হয়?
১৯৪৫ সালের ২১ নভেম্বর জার্মানির নুরেমবার্গে যুদ্ধাপরাধের অভিযোগে নাজি বা নাৎসিদের বিচারকাজ শুরু হয়।