ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন || ব্যক্তিগত সহকারী (15-01-2022) || 2022

All

এক কথায় প্রকাশ করুনঃ
1.

ইন্দ্রিয়কে জয় করেছে যে

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রিয়

এক কথায় প্রকাশ করুনঃ
2.

অপকার করার ইচ্ছা

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

অপকার করার ইচ্ছা = অপচিকীর্ষা

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

নাবিক 

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

নাবিক = নৌ +ইক।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

সঞ্চয়

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সঞ্চয় = সম্ + চয়

বিপরীত শব্দ লিখুন
5.

ঊর্ধ্ব

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

ঊর্ধ্ব = অধঃ / নিম্ন

বিপরীত শব্দ লিখুন
6.

খাঁটি

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

খাঁটি = ভেজাল ।

শুদ্ধ বানান লিখুন
7.

প্রতীযোগীতা

Created: 4 weeks ago | Updated: 1 week ago

প্রতীযোগীতা = প্রতিযোগিতা । 

শুদ্ধ বানান লিখুন
8.

ক্ষতিগ্রস্থ

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

ক্ষতিগ্রস্থ = ক্ষতিগ্রস্ত ।

প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুনঃ
9.

কারক

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

কারক = √ কৃ + ণক 

প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুনঃ
10.

মেছো

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

মেছো = মাছ + উয়া > ও।

লিঙ্গান্তর করুন
11.

শিক্ষক

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

শিক্ষক = শিক্ষয়িত্ৰী ।

লিঙ্গান্তর করুন
12.

তেজস্বী

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

তেজস্বী = তেজস্বীনি ।

অর্থ লিখুন
13.

অন্ন - অন্য

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

অন্ন = ভাত; আহার্য; খাদ্যদ্রব্য ।

অন্য = অপর লোক; ভিন্ন; পর ।

অর্থ লিখুন
14.

নীর - নীড়

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

নীর = পানি; জল; বারি ।

নীড় = কুলায়; পাখির বাসা; বাসা; স্থান।

রচয়িতার নাম লিখুনঃ
15.

বিষাদ সিন্ধু

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

বিষাদ সিন্ধু (উপন্যাস) = মীর মোশাররফ হোসেন

রচয়িতার নাম লিখুনঃ
16.

পদ্মরাগ

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

পদ্মরাগ (উপন্যাস - ১৯২৪) = রোকেয়া সাখাওয়াত হোসেন 

রচয়িতার নাম লিখুনঃ
17.

নকশী কাঁথার মাঠ 

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

নকশী কাঁথার মাঠ (কাব্যগ্রন্থ - ১৯২৯) = জসীম উদ্দীন।

রচয়িতার নাম লিখুনঃ
18.

শেষ লেখা

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

শেষ লেখা (কাব্যগ্রন্থ - ১৯৪১) = রবীন্দ্রনাথ ঠাকুর।

বাগধারাঃ অর্থসহ বাক্য রচনা করুন
19.

ভূঁইফোঁড়

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

ভূঁইফোঁড় (নতুন আগমন): ভুঁইফোঁড়দের আগমনে পুরাতনদের কদর কমে যায়।

বাগধারাঃ অর্থসহ বাক্য রচনা করুন
20.

বর্ণচোরা

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

বর্ণচোরা (কপট ব্যক্তি): লোকটা বর্ণচোরা, তার আসল রূপ ধরা যায় না

Related Sub Categories