কোন দেশকে মুক্তার দেশ বলা হয়?
মুক্তার দেশ বলা হয় ‘কিউবা’।
‘আমার দেখা নয়াচীন' কার লেখা?
‘আমার দেখা নয়াচীন' গ্রন্থটির লেখক হলেন শেখ মুজিবুর রহমান। আর বিষয়বস্তু হলো শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ ।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক (৮ জুলাই ১৯৭২)।
লেখালেখি কাজের জন্য উল্লেখযোগ্য Application Program কী?
লেখালেখি কাজের জন্য উল্লেখযোগ্য Application Program হলো Microsoft word.
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের মধ্যে রয়েছেঃ প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, কাচবালি, চীনামাটি, শক্ত পাথর, খনিজ লবণ ইত্যাদি ।
মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে?
মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।
কম্পিউটারের মেমোরি কত প্রকার ও কী কী?
কম্পিউটারের মেমোরিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায় । যথাঃ প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি। সহায়ক মেমোরির মধ্যে রয়েছেঃ হার্ড ডিস্ক, ফ্লাশ ডিস্ক, ফ্লপি ডিস্ক, চৌম্বক ড্রাম, সিডি এবং ডিভিডি।
বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?
স্বাধীনতা পুরষ্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার” । দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
১ কিলোবাইট সমান কত বাইট?
১ কিলোবাইট সমান ৮ বাইট ।
একটি কম্পিউটার সিস্টেমের সবচেয়ে ব্যয়বহুল অংশ কোনটি?
একটি কম্পিউটার সিস্টেমের সবচেয়ে ব্যয়বহুল অংশ হলো Software.
BMD
BMD = Bureau of Mineral Development.
LNG
LNG = Liquefied Natural Gas.
VGF
VGF = Vulnerable Group Feeding.
WWW
WWW =World Wide Web.