কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১, ঢাকা) || সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (04-03-2022) || 2022

All

সকল বিষয়

অর্থসহ বাক্য রচনা করুন
1.

জগদ্দল পাথর

Created: 3 months ago | Updated: 16 hours ago

জগদ্দল পাথর (গুরুভার): অনেক কুসংস্কার সমাজের বুকে জগদ্দল পাথরের মতে চেপে আছে ।

অর্থসহ বাক্য রচনা করুন
2.

সাক্ষী গোপাল

Created: 3 months ago | Updated: 3 days ago

সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক): তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নেই ।

অর্থসহ বাক্য রচনা করুন
3.

মণিকাঞ্চন যোগ

Created: 3 months ago | Updated: 14 hours ago

মণিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন): যেমন পাত্র তেমনি পাত্রী- একেবারে মণিকাঞ্চন যোগ ।

অর্থসহ বাক্য রচনা করুন
4.

চাঁদের হাট

Created: 3 months ago | Updated: 18 hours ago

চাঁদের হাট (ধনেজনে পরিপূর্ণ সংসার): ছেলে-মেয়েরা সবাই প্রতিষ্ঠিত, বিবাহিত-এখন তোমার সংসার তো চাঁদের হাট 

অর্থসহ বাক্য রচনা করুন
5.

সুখের পায়রা

Created: 3 months ago | Updated: 1 day ago

সুখের পায়রা (সুসময়ের বন্ধু): সুদিনে সুখের পায়রার অভাব হয় না কিন্তু দুর্দিনে একজনও মিলে না ।

এক কথায় প্রকাশ করুনঃ
6.

কোথাও উঁচু কোথাও নীচু

Created: 3 months ago | Updated: 1 day ago

কোথাও উঁচু কোথাও নীচু = বন্ধুর ।

এক কথায় প্রকাশ করুনঃ
7.

ক্রমাগত দুলছে এমন

Created: 3 months ago | Updated: 1 day ago

ক্রমাগত দুলছে এমন = দোদুল্যমান ।

এক কথায় প্রকাশ করুনঃ
8.

গোপন করতে ইচ্ছুক

Created: 3 months ago | Updated: 14 hours ago

গোপন করতে ইচ্ছুক = জুগুপ্সা ।

এক কথায় প্রকাশ করুনঃ
9.

মিথ্যা ধারণা

Created: 3 months ago | Updated: 21 hours ago

মিথ্যা ধারণা = ভ্রান্তি ।

এক কথায় প্রকাশ করুনঃ
10.

বক্রভাবে গমন করে যে

Created: 3 months ago | Updated: 13 hours ago

বক্রভাবে গমন করে যে = ভুজগ ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
11.

অভিপ্সা

Created: 3 months ago | Updated: 9 hours ago

অভিপ্সা = অভি + ঈপ্সা

সন্ধি বিচ্ছেদ করুনঃ
12.

উপর্যুপুরি

Created: 3 months ago | Updated: 1 day ago

উপর্যুপুরি = উপরি + উপরি ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
13.

প্রত্যুপকার

Created: 3 months ago | Updated: 1 day ago

প্রত্যুপকার = প্রতি + উপকার ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
14.

প্রত্যহ

Created: 3 months ago | Updated: 3 days ago

প্রত্যহ = প্রতি + অহ ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
15.

শ্রবণ

Created: 3 months ago | Updated: 5 days ago

শ্রবণ = শ্রু + অন ।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পদ্মা সেতুর ভূমিকা 

 

বর্তমান সরকারের অন্যতম সাফল্য পদ্মা সেতু। এই সেতু নির্মাণ নিয়ে নানা রকম জটিলতা জল্পনা-কল্পনার পরও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকারই আজকের পদ্মা সেতু। পদ্মা সেতু দেশের অর্থনীতিতে নতুন এক মাত্রা যোগ করবে। যা শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরই নয়, সারাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। পদ্মা সেতুকে ঘিরে এরই মধ্যে নানা ধরনের অর্থনৈতিক কর্মযজ্ঞ চলছে। পদ্মা সেতু নির্মাণের ফলে প্রায় ৪৪,০০০ বর্গ কিলোমিটার (১৭,০০০ বর্গ মাইল) বা বাংলাদেশের মোট এলাকার ২৯% অঞ্চলজুড়ে ৩ কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। এই সেতুর মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য সমৃদ্ধ হবে, পাশাপাশি দারিদ্র বিমোচন হবে এবং উন্নয়ন ও প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত হবে।  দেশের বৃহত্তম এই সেতু নির্মাণ সম্পন্ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সাথে রাজধানীসহ অন্যান্য অংশের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। দেশের ওই অঞ্চল থেকে রাজধানী ঢাকার দূরত্ব গড়ে ১০০ কিলোমিটার পর্যন্ত কমবে। স্বপ্নের এই সেতু নির্মাণের ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার গতিশীলতা বৃদ্ধি পাবে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যে পণ্য পরিবহন করে মোংলা বন্দরের মাধ্যমে রফতানি ও আমদানি করতে উৎসাহিত হবেন। দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিমায়িত মৎস্য ও পাটশিল্প যার অধিকাংশ খুলনা থেকে রফতানির মাধ্যমে আয় হয়ে থাকে। পদ্মা সেতু হলে এই আয় আরও বাড়বে। ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বেনাপোল, দর্শনা ও ভোমরাসহ দক্ষিণ-পশ্চিমের ব্যবসা-বাণিজ্যে অর্থনীতির গতি সৃষ্টি হয়েছে। নদীপথে দেশি ও বিদেশি পণ্যের অভ্যন্তরীণ রফতানিতে যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় অন্যতম বৃহত্তম নদীবন্দরের গুরুত্ব অপরিসীম। এটি খনন ও সংস্কার চলছে। পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্পের কাজ চলছে জোরেশোরে। যশোরে দুটি ইপিজেড স্থাপনের তোড়জোড় চলছে। এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, এটি দেশের আঞ্চলিক ও জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতে লক্ষণীয় অগ্রগতি সাধন করবে। এই সেতু চালু হলে মানুষ ও পণ্য পরিবহনের সময় ও অর্থ সাশ্রয় হবে, যানবাহন রক্ষণাবেক্ষণ, জ্বালানী ও আমদানি ব্যয় হ্রাস পাবে। এই সেতুর মাধ্যমে শিল্পায়ন ও বাণিজ্যিক কর্মকান্ড প্রসারের লক্ষ্যে পুঁজির প্রবাহ বাড়বে, পাশাপাশি স্থানীয় জনগনের জন্য অর্থনৈতিক ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও স্থানীয় জনগণ উন্নততর স্বাস্থ্য সেবা, শিক্ষা ও প্রশিক্ষনের জন্য খুব সহজেই রাজধানী ঢাকা যেতে পারবেন। দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ২১ টি উপকূলীয় জেলার সাথে রাজধানী ঢাকাসহ পূর্বাঞ্চলের যোগাযোগ শক্তিশালী হবে বা অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী হবে। ফলে ঐ অঞ্চলের কৃষি, যোগাযোগ, শিল্পায়ন, নগরায়ন, জীবনমান বৃদ্ধি পাবে যা দেশের সার্বিক উন্নয়ন ঘটাবে। পদ্মা সেতুর দুই পাড়ে গড়ে উঠবে বিশ্বমানের শহর। কলকারখানায় ভরে উঠবে এ এলাকা । শ্রমজীবী মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারা দেশের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে ।

Make sentence with meaning:
17.

A far cry

Created: 3 months ago | Updated: 1 day ago

A far cry (বিশাল ব্যবধান/পার্থক্য): Life on a farm is a far cry from what I've been used to.

Make sentence with meaning:
18.

By no means

Created: 3 months ago | Updated: 1 day ago

By no means (কোনোভাবেই না, মোটেই না): I shall by no means call on him.

Make sentence with meaning:
19.

Get rid of

Created: 3 months ago | Updated: 1 day ago

Get rid of (মুক্তি পাওয়া): Rashida wanted to get rid of her relatives.

Make sentence with meaning:
20.

Half a chance

Created: 3 months ago | Updated: 20 hours ago

Half a chance (সামান্য সুযোগ): Given half a chance he can make anything work.

Make sentence with meaning:
21.

In deep water

Created: 3 months ago | Updated: 1 day ago

In deep water (চরম সমস্যাগ্রস্ত): He is in deep water and needs your help.

Created: 3 months ago | Updated: 1 day ago

Keep the box on the shelf.  বাক্যের অর্থঃ বক্সটি তাকে রাখো ।

Created: 3 months ago | Updated: 1 day ago

I run with the speed of lion.  বাক্যের অর্থঃ আমি সিংহের গতিবেগে দৌড়াই ।

Created: 3 months ago | Updated: 1 day ago

He comes of a noble family.  বাক্যের অর্থঃ সে অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলো ।

Created: 3 months ago | Updated: 1 day ago

Sing a song by/ of Lalon Shah.  বাক্যের অর্থঃ লালন শাহ এর একটি গান গাও ৷

Created: 3 months ago | Updated: 1 day ago

We entered one after another. বাক্যের অর্থঃ আমরা একজন একজন করে প্রবেশ করেছিলাম ।

ইংরেজিতে অনুবাদ করুনঃ
27.

রিমা হাসতে হাসতে চলে গেলো

Created: 3 months ago | Updated: 3 days ago

রিমা হাসতে হাসতে চলে গেলো 

= Rema went away laughing.

ইংরেজিতে অনুবাদ করুনঃ
28.

সে সাঁতার দিয়ে নদী পার হলো

Created: 3 months ago | Updated: 5 days ago

সে সাঁতার দিয়ে নদী পার হলো 

= He swam across the river.

ইংরেজিতে অনুবাদ করুনঃ
29.

আমি তাকে উপহাস করিনি

Created: 3 months ago | Updated: 4 days ago

আমি তাকে উপহাস করিনি 

= I did not make fun of him.

ইংরেজিতে অনুবাদ করুনঃ
30.

আয়কর একটি প্রত্যক্ষ কর

Created: 3 months ago | Updated: 3 days ago

আয়কর একটি প্রত্যক্ষ কর 

= Income tax is a direct tax.

ইংরেজিতে অনুবাদ করুনঃ
31.

তার সব চেষ্টা ব্যর্থ হলো

Created: 3 months ago | Updated: 5 days ago

তার সব চেষ্টা ব্যর্থ হলো 

= All his attempts failed.

Created: 3 months ago | Updated: 1 week ago

We heard her sing (Passive). 

= She was heard to sing by us. বাক্যের অর্থঃ আমরা তার গান শুনেছিলাম ।

Created: 3 months ago | Updated: 3 days ago

I saw him going to market (Compound). 

= I saw him while he was going to market. বাক্যের অর্থঃ আমি তাকে বাজারে যেতে দেখেছিলাম।

Created: 3 months ago | Updated: 3 days ago

He tried his best (Negative). 

= He left no stone unturned. বাক্যের অর্থঃ সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল ।

Changing sentences:
35.

Move or die (Simple).

Created: 3 months ago | Updated: 3 days ago

Move or die (Simple). 

= Without moving you will die. বাক্যের অর্থঃ কিছু না করলে মরবে ।

Created: 3 months ago | Updated: 4 days ago

What an excellent idea! (Assertive). 

= It is a very excellent idea. বাক্যের অর্থঃ কী চমৎকার ধারণা!

৩০ জন শ্রমিক ২০ দিনে করে = ১টি কাজ

∴ ৩০ জন শ্রমিক ১০ দিনে করে =  × =  টি কাজ

∴ কাজ বাকি আছে  =  -  =  অংশ

এবং অবশিষ্ট দিন =  - ( + ) =  -  = 

এখন, ১০ দিনে  অংশ কাজ করে = ৩০ জন শ্রমিক

∴ ১ দিনে   অংশ কাজ করে = ( × ) জন শ্রমিক

∴ ৪ দিনে  অংশ কাজ করে  =  ×   = ৭৫ জন শ্রমিক

অতএব, অতিরিক্ত শ্রমিক লাগবে = ৭৫ - ৩০ = ৪৫ জন ।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো প্যারিসে অনুষ্ঠিত এক দ্বিবার্ষিক সম্মেলনে ৩০ অক্টোবর ২০১৭ তারিখে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ‘বিশ্ব ঐতিহ্য দলিল' হিসেবে স্বীকৃতি দিয়ে তা সংস্থাটির ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে' অন্তর্ভুক্ত করেছে।

Created: 3 months ago | Updated: 1 day ago

মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন বিখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী। শান্তিতে তিনি ১৯৬৪ সালে নোবেল পুরস্কার পান। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ ।

বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা এর চিত্রকর কামরুল হাসান ।

Created: 3 months ago | Updated: 1 day ago

চিলেকোঠার সেপাই' উপন্যাসের লেখক  আখতারুজ্জামান ইলিয়াস। এটি ১৯৬৯ গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ।

রূপকল্প ২০২১-৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে ২০৩১ সালে।

ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী উপাদানের নাম এস্টার

১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন।

Created: 3 months ago | Updated: 1 day ago

আইএমএফ এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ।

Created: 3 months ago | Updated: 1 day ago

পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার ।

Created: 3 months ago | Updated: 7 hours ago

বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ। অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসনকর্তা শামসুদ্দীন ইলিয়াস শাহ।

চতুর্দশ শতকে বনে বতুতা বিদেশী পর্যটক বাংলাদেশে আসেন।

Created: 3 months ago | Updated: 4 days ago

পাটের জিন আবিষ্কার করেন ড. মাকসুদুল আলম বিজ্ঞানী।

Created: 3 months ago | Updated: 3 days ago

NBR এর পূর্ণরূপ  National Board of Revenue বা জাতীয় রাজস্ব বোর্ড ।

বাংলাদেশ শততম টেস্ট খেলে শ্রীলংকার বিপক্ষে। শততম টেস্ট ম্যাচে বাংলাদেশ স্বাগতিক দেশ শ্রীলংকাকে ৪ উইকেটে পরাজিত করে।

Related Sub Categories