পূর্ণরূপ লিখুন:
1.

PID

Created: 3 months ago | Updated: 14 hours ago

PID এর পূর্ণরূপ হলো Pelvic inflammatory disease.

পূর্ণরূপ লিখুন:
2.

SDG

Created: 3 months ago | Updated: 1 day ago

SDG এর পূর্ণরূপ হলো Sustainable Development Goals.

স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী রাষ্ট্রের নাম হলো ভুটান। 

পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার । 

 কেন্দ্রীয় শহিদ মিনারের নকশাকার হামিদুর রহমান ।

জাতীয় শিশু দিবস উদযাপিত হয় ১৭ মার্চ। উল্লেখ্য, বিশ্ব শিশু দিবস পালন করা হয় ২০ নভেম্বর এবং আন্তর্জতিক শিশু দিবস পালন করা হয় ১ জুনে।

অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম আত্মজীবনী সংকলন। 

মুক্তিযুদ্ধে বীরত্মসূচক অবদানের ৭ জন মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ' খেতাব পেয়েছেন। 

৭ জন বীরশ্রেষ্ঠ এর নাম ও তাদের পদবী

  • হামিদুর রহমান(সিপাহী),
  • মোস্তফা কামাল(সিপাহী),
  • নুর মুহাম্মদ শেখ(সিপাহী),
  • মহিউদ্দিন জাহাঙ্গির(ক্যাপ্টেন),
  • মুন্সি আব্দুর রউফ(ন্যান্স নায়েক),
  • রুহুল আমিন(স্কোয়াডন ইঞ্জিনিয়ার),
  • মতিউর রহমান(ফ্লাইট ল্যাফটেন্যান্ট)।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দীন আহমেদ।

তাজউদ্দীন আহমদ (২৩ জুলাই ১৯২৫ - ৩ নভেম্বর ১৯৭৫) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয়।

Related Sub Categories