কর অঞ্চল-১০ ঢাকা || নোটিশ সার্ভার/নিরাপদ প্রহরী/অফিস সহায়ক (18-03-2022) || 2022

All

সকল বিষয়

সঠিক বানান লিখুন:
1.

সমীচীন

Created: 3 months ago | Updated: 3 days ago

সমিচিন = সমীচীন।

সঠিক বানান লিখুন:
2.

প্রতিদন্দী

Created: 3 months ago | Updated: 1 day ago

প্রতিদন্দী = প্রতিদ্বন্দ্বী ।

সঠিক বানান লিখুন:
3.

মুমুর্ষূ

Created: 3 months ago | Updated: 3 days ago

মুমুর্ষু = মুমূর্ষু

সঠিক বানান লিখুন:
4.

বীভীষীকা

Created: 3 months ago | Updated: 3 days ago

বীভীষীকা = বিভীষিকা ।

সঠিক বানান লিখুন:
5.

ভূল

Created: 3 months ago | Updated: 1 day ago

ভূল = ভুল।

এক কথায় প্রকাশ করুন:
6.

যার উপস্থিত বুদ্ধি আছে

Created: 3 months ago | Updated: 17 hours ago

যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি ।

এক কথায় প্রকাশ করুন:
7.

যা পূর্বে ছিল এখন নেই

Created: 3 months ago | Updated: 1 day ago

যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব।

এক কথায় প্রকাশ করুন:
8.

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি

Created: 3 months ago | Updated: 1 day ago

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা 

এক কথায় প্রকাশ করুন:
9.

বিশ্বজনের হিতকর

Created: 3 months ago | Updated: 1 day ago

হিতকর = বিশ্বজনীন 

এক কথায় প্রকাশ করুন:
10.

যা কষ্টে লাভ করা যায় 

Created: 3 months ago | Updated: 1 day ago

কষ্টে লাভ করা যায় = দুর্লভ।

পদ্মা সেতু

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। বাংলাদেশে এ প্রজেক্ট পুরকৌশল বিদ্যার উৎকর্ষের একটি মাইলফলক। পদ্মার মতো এত প্রমত্ত ও খরস্রোতা নদীতে সংযোগ সেতু নির্মাণের উদাহরণ বিশ্বে বিরল। সেতুটির ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যন এরই মধ্যে বসানো সম্পন্ন হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য, ১৮ দশমিক ১০ মিটার প্রস্থ এবং চার লেনবিশিষ্ট এ সেতুই হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। এতে ব্যয় হচ্ছে ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। এরই মধ্যে সেতুটির ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতু বেশ কয়েকটি ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে যাচ্ছে। প্রথমত, সেটি মানুষ ও পণ্যের যাতায়াতের সময় অনেক গুণ কমাবে, ব্রিজটি দক্ষিণাঞ্চল ও ঢাকার মধ্যে দূরত্বকে ১০০-১৫০ কিলোমিটার কমিয়ে দেবে, যাতায়াতের সময় কমপক্ষে ৩-৪ ঘণ্টা সাশ্রয় করবে। দ্বিতীয়ত, এ সেতুকে ঘিরে অনেক অবকাঠামোগত উন্নয়ন হবে। পণ্য পরিবহন সহজ হওয়ায় ওই অঞ্চলে বিনিয়োগ বাড়বে এবং সামাজিক, অর্থনৈতিক ও শিল্পোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় ৪৪ হাজার বর্গকিলোমিটার বা বাংলাদেশের মোট এলাকার ২৯ শতাংশ অঞ্চলজুড়ে তিন কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। দক্ষিণাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সেবার উন্নয়নে এটা ইতিবাচক ভূমিকা রাখবে। সেতুটিতে ভবিষ্যতে গ্যাস, বৈদ্যুতিক লাইন ও ফাইবার অপটিক কেবল সম্প্রসারণের ব্যবস্থা রয়েছে। সেতুটি নির্মিত হলে দেশের জিডিপি প্রায় ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়বে এবং প্রতি বছর প্রায় সাড়ে সাত লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে ।

ইংরেজিতে অনুবাদ করুন:
12.

তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে

Created: 3 months ago | Updated: 4 days ago

তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে 

=  It has been raining for three days.

ইংরেজিতে অনুবাদ করুন:
13.

তুমি কি বইখানা পড়ের শেষ করেছে?

Created: 3 months ago | Updated: 1 day ago

তুমি কি বইখানা পড়ে শেষ করেছে? 

= Have you finished reading this book?

Created: 3 months ago | Updated: 1 day ago

তুমি যতক্ষণ না ফের, ততক্ষণ আমি অপেক্ষা করব 

= I will wait until you come.

ইংরেজিতে অনুবাদ করুন:
15.

দুয়ে দুয়ে চার হয়

Created: 3 months ago | Updated: 1 day ago

দুয়ে দুয়ে চার হয় 

= Two and two makes four.

ইংরেজিতে অনুবাদ করুন:
16.

সে সাতার কাটতে জানেনা।

Created: 3 months ago | Updated: 3 days ago

সে সাঁতার কাটতে জানেনা

=  He does not know how to swim.

শূণ্যস্থান পূরণ করুন:
17.

We are leaving for chattogram ___Sunday

Created: 3 months ago | Updated: 3 days ago

We are leaving for Chattogram on Sunday. 

বাক্যের অর্থঃ আমরা রবিবার চট্টগ্রাম যাচ্ছি ।

শূণ্যস্থান পূরণ করুন:
18.

He gets ____at 6 a.m

Created: 3 months ago | Updated: 4 days ago

He gets up at 6 a.m.  

বাক্যের অর্থঃ সে ৬ টায় ঘুম থেকে উঠে ।

শূণ্যস্থান পূরণ করুন:
19.

Yesterday I ____ cooking rice.

Created: 3 months ago | Updated: 1 day ago

Yesterday I was cooking rice. 

বাক্যের অর্থঃ গতকাল আমি ভাত রেধেছিলাম ।

শূণ্যস্থান পূরণ করুন:
20.

They are going ___school .

Created: 3 months ago | Updated: 1 day ago

They are going to school.  

বাক্যের অর্থঃ তার স্কুলে যাচ্ছে।

শূণ্যস্থান পূরণ করুন:
21.

Credit Tk. 5,000 ____my account.

Created: 3 months ago | Updated: 1 day ago

Credit Tk 5,000 to my account.

বাক্যের অর্থঃ আমার একাউন্টে ৫০০০ টাকা জমা দাও ।

Liberation war of Bangladesh

The name of our country is Bangladesh. Before 1971 it was known as East Pakistan. Then we were the part of Pakistan. East Pakistan started to oppress us in many ways. They did not give our rights. On 25th March 1971 the Pakistani army invaded our mother land. They killed many people and injured lot. Many women were tortured by them. Many people fled to India to survive. But people could not bear any more. They made themselves ready to protect the invaded army. Many common people, with the help of Indian government, fought against them. They fought for Liberation. So it is called Liberation War of Bangladesh. Then Sheikh Mujib was the leader and General Ataul Gani Osmani was the Army Chief. People fought for nine month and after nine month we received our liberation. But it took lives of more than thirty lakh of people. Now we are a free nation. We remember the freedom fighter with great respect.

ধরি, পুত্রের বর্তমান বয়স x বছর

∴ পিতার বর্তমান বয়স (৫০ – x) বছর।

এখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হলে পুত্রের বয়স হবে = (৫০ - x) বছর। 

∴ পুত্রের বয়স বৃদ্ধি পায় = (৫০ - x - x ) = (৫০ – ২x) বছর।

∴ (৫০ – ২x) বছর পর পিতার বয়স হবে = ৫০ − x + ৫০ – ২x = (১০০ – ৩x) বছর। 

প্রশ্নমতে,   x +   x = 

  = x =    x =   x = 

অতএব, পুত্রের বর্তমান বয়স = ১২ বছর এবং পিতার বর্তমান বয়স = ৫০ - ১২ = ৩৮ বছর। 

৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা = ১,৫০০ টাকা

∴ ১ টাকার ১ বছরের মুনাফা   = ×  টাকা

∴ ১০০ টাকার ১ বছরের মুনাফা =  ×  ×   = %

Related Sub Categories