সোস্যাল নেটওয়ার্কিং সাইট Twitter এর প্রতিষ্ঠাতা হলেন জ্যাক ডর্সি। এটি ২১ মার্চ ২০০৬ সালে চালু হয়। টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অবস্থিত। এর প্রতিষ্ঠাতাগণ হলেনঃ জ্যাক ডোরসে, নোয়া গ্লাস, ইভান উইলিয়ামস এবং বিজ স্টোন। ‘কি হচ্ছে' (What is Happening) হলো টুইটারের স্লোগান। টুইটার (Twitter) হলো সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট-যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা দিতে পারেন। এ বার্তাগুলোক টুইট (Tweet) বলা হয়। টুইটারকে ইন্টারনেটের এসএমএসও বলা হয় । টুইট লেখার জন্য সদস্যরা সরাসরি টুইটার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

Related Sub Categories