সহযোগীতা
সহযোগীতা = সহযোগিতা।
সমীচিন
সমীচিন = সমীচীন।
মুমুর্ষ
মুমুর্ষ = মুমূর্ষু ।
শ্রদ্ধাঞ্জলী
শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি।
স্বস্ত্রীক
স্বস্ত্রীক = সস্ত্রীক ।
পরীক্ষা
পরীক্ষা = পরি + ঈক্ষা।
সঞ্চয়
সঞ্চয় = সম্ + চয়।
চলচ্চিত্র
চলচ্চিত্র = চলৎ + চিত্র।
ষষ্ঠ
ষষ্ঠ = ষষ্ + থ।
নায়ক
নায়ক = নৈ + অক ।
ইচড়ে পাকা
ইঁচড়ে পাকা = অকালপক্ক ।
হাড়হদ্দ
হাড়হদ্দ = নাড়িনক্ষত্র ।
বুদ্ধির ঢেঁকি
বুদ্ধির ঢেঁকি = নিরেট মূর্খ
মানিকজোড়
মানিকজোড় = অন্তর ভাব ।
কাঁচা পয়সা
কাচাঁ পয়সা = নগদ উপার্জন ।
অনুগ্রহ
অনুগ্রহ = নিগ্রহ ।
উন্মুখ
উন্মুখ = বিমুখ ।
হৃদ্যতা
হৃদ্যতা = কপটতা
অবনমিত
অবনমিত = উন্নীত
বন্ধুর
বন্ধুর = মসৃণ।
Man aspire __riches.
Man aspires after riches.
বাক্যের অর্থঃ মানুষ ধনের পেছনে ছুটে ।
He is blind ___ his son’s faults.
He is blind to his son's faults.
বাক্যের অর্থঃ তার ছেলের অপরাধের প্রতি সে উদাসীন।
He is in ____temper.
He is in a temper.
বাক্যের অর্থঃ এখন তার মেজাজ গরম।
One must follow____conscience.
One must follow one's conscience.
বাক্যের অর্থঃ প্রত্যেকের উচিৎ তার বিবেক অনুযায়ী চলা।
Ten thousand taka _____ a lot of money.
Ten thousand taka is a lot of money.
বাক্যের অর্থঃ দশ হাজার টাকা একটি বড় অঙ্কের টাকা ।
বিপদে ধৈর্য্য ধারণ কর।
বিপদে ধৈর্য ধারণ কর।
= Be patient while in danger.
আজ ক'দিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
আজ ক'দিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
= It has been drizzling for several days.
গরু ঘাস খেয়ে বাঁচে
গরু ঘাস খেয়ে বাঁচে।
= The cow lives on grass
যেমন কর্ম তেমন ফল
যেমন কর্ম তেমন ফল।
= As you sow so you reap.
আমার ক্ষুধা নেই
আমার ক্ষুধা নেই।
= I have no appetite.
Calf
Calf = Calves.
Data
Data = Datum
Goose
Goose = Geese.
Lice
Lice = Louse
Hundred
Hundred = Hundreds.
Pedagogy
Pedagogy = শিক্ষাবিজ্ঞান ।
Mint
Mint = টাকশাল ।
Autonomous
Autonomous = স্বায়ত্তশাসিত।
Null and void
Null and void = বাতিল ।
Bag and baggage
Bag and Baggage = তল্পিতল্পা ।
প্রশ্নমতে, লাভ হয় = ৯০ – ৭৫ = ১৫ টাকা
এখন, ৭৫ টাকায় লাভ হয় = ১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ২০ টাকা
দেওয়া আছে,
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ৫ মিটার ।
রাস্তাসহ বাগানের প্রস্থ মিটার ।
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল বর্গমিটার ।
শুধু বাগানের ক্ষেত্রফল বর্গমিটার।
∴ রাস্তার ক্ষেত্রফল = ৪৭৫ - ৩১৫ = ১৬০ বর্গমিটার।
অতএব, মোট খরচ হবে টাকা।
ধরি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে = (৭x : ২x) বছর
প্রশ্নমতে,
∴ পিতার বর্তমান বয়স বছর এবং পুত্রের বর্তমান বয়স বছর।
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালকের নাম কী?
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালকের নাম জনাব মোঃ শফিকুল ইসলাম ।
‘ক্রিশ্চিয়ানা কারেম্বু’ কোন দেশের ফুটবল খেলোয়াড় ছিলেন?
‘ক্রিশ্চিয়ানা কারেম্বু’ ফ্রান্স দেশের ফুটবল খেলোয়াড় ছিলেন ।
”PDF” এর পূর্ণরূপ কী?
“pdf” এর পূর্ণরূপ হলো Portable Document Format.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধি দেয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে ।
বাংলাদেশের অস্থায়ী মুজিব নগর সরকার কত তারিখে গঠিত হয়?
বাংলাদেশের অস্থায়ী মুজিবনগর সরকার ১০ এপ্রিল, ১৯৭১ সালে গঠিত হয়।
প্রতি বছর বিশ্ব পানি দিবস কোন তারিখে পালিত হয়?
প্রতি বছর বিশ্ব পানি দিবস ২২ মার্চ পালিত হয় ।
২০২১ সালে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম কী?
২০২১ সালে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম আবদুলরাজ্জাক গুরনাহ
সলোমান দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত ?
সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
ইউক্রেন এর বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
ইউক্রেন এর বর্তমান প্রেসিডেন্টের নাম ভলোদিমির জেলোনস্কি ।
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কোন দেশের নাগরিক ছিলেন?
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ঘানা দেশের নাগরিক ছিলেন।
”KGB” কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম
“KGB” সাবেক সোভিয়েত ইউনিয়ন গোয়েন্দা সংস্থার নাম।
‘বঙ্গবন্ধু’ টানেল কোন নদীর তলদেশে কয়টি সাব সেক্টর বিভক্ত করা হয়?
“বঙ্গবন্ধু” টানেল কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে ।
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয়?
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়।
বাংলাদেশের স্বাধীনতা ইশতেহার কত তারিখে পাঠ করা হয়?
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ৩ মার্চ, ১৯৭১ সালে পাঠ করা হয়।
২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট মোট কত টাকার?
২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট মোট ৬,৭৮,০৬৪ কোটি টাকা।