Firewall কাকে বলে? আধুনিক কম্পিউটারের জনক কে?
অনাধিকার (Unauthorized) বা অবাঞ্ছিত ব্যবহারকারীর (Intruder) হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে Firewall ব্যবহার করা হয়। Firewall কে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়। বর্তমানে বিভিন্ন ধরনের Firewall আছে যা বিভিন্ন লেভেলে নিরাপত্তা প্রদান করে থাকে। তাদের মধ্যে Simple Traffic Logging System, IP Packet Screening Routers, Hardened Firewall Host, Proxy Application Gateways উল্লেখযোগ্য ।
আধুনিক কম্পিউটারের জনকঃ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে 'ডিফারেন্স ইঞ্জিন' (Difference engine) আবিস্কার করেন। ১৮৩৩ সালে তিনি ‘এ্যানালাইটিক্যাল ইঞ্জিন' (Analytical engine) নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং নক্সা করেন। তিনি এ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণা চালিয়ে যান। ব্যাবেজের এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল। এজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তাঁর পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের গাণিতিক ইউনিট (Arithmetic unit), স্মৃতি (Memory), নিয়ন্ত্রণ ইউনিট, ইনপুট/আউটপুট অন্তর্ভুক্ত করে। কিন্তু আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন
নিউম্যানকে ।
MICR এর পূর্ণরূপ কি? কোথায় MICR টেকনোলজি ব্যবহার করতে দেখা যায়?
MICR পূর্ণরূপঃ Magnetic Ink Character Reader. বাংলাদেশের ব্যাংকে MICR পদ্ধতিতে চেক বই ব্যবহৃত হয় ।
UNIVAC
UNIVAC এর পূর্ণরূপঃ Universal Automatic Computer.
MACOS
MACOS এর পূর্ণরূপঃ Macintosh Operating System.
EDGE
EDGE এর পূর্ণরূপঃ Enhanced Data for Global Evolution.
JPEG
JPEG এর পূর্ণরূপঃ Joint Photographic Experts Group.
HSDPA
HSDPA এর পূর্ণরূপ: High Speed Downlink Packet Access.
রোলস রয়েস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ মোটরযান উৎপাদনকারী প্রতিষ্ঠান। জাপান ও চীনের মুদ্রার নাম হলো 'ইয়েন' এবং 'ইউয়ান/ রেনমিনবি'।
বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে?
দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে। একটি কুমিল্লায় এবং অপরটি রয়েছে চট্টগ্রামে ।
স্প্যাম মেইল কি?
ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরনের ই-মেইলকে সাধারণত Spam মেইল বলে। এই Spam মেইলগুলো Security এবং Privacy এর ক্ষেত্রে কোন হুমকি নয়। ভুয়া এবং অযাচিত মেইল এখানে জমা হয়।
বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোন কোন স্থানে অবস্থিত?
কক্সবাজারের ঝিলংজায় বাংলাদেশের প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত। আর দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং অবস্থিত কুয়াকাটায়। উল্লেখ্য, সাবমেরিন ক্যাবল হলো সাগরের তলদেশে স্থাপিত এক ধরনের ফাইবার অপটিক ক্যাবল যা টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়। আর বাংলাদেশের 'সাবমেরিন ক্যাবল' প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন।
ওরাকল কোন ধরনের সফট্ওয়্যার?
Oracle এক ধরণের Database Programme.
ডিজিটাল নিরাপত্তা আইন কি? কত সালে প্রণীত হয়।
১৮ সেপ্টেম্বর ২০১৮ তে বাংলাদেশের সংসদে কণ্ঠভোটে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাস হয়। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য উপাত্ত দেশের সংহতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা জন শৃঙ্খলা ক্ষুণ্ণ করলে বা জাতিগত বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করলে তাকে এই আইনের আওতায় আনা হয় ।
WiMax কি? UNFCCC এর পূর্ণরূপ কি ?
WiMax হলো একটি উচ্চ গতির ব্রডব্যান্ড যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত অঞ্চলে দ্রম্নতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। WiMax এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access. WiMax প্রযুক্তিগতভাবে IEEE 802.16 নামে পরিচিত। আর, UNFCCC এর পূর্ণরূপ হলো United Nations Framework Convention on Climate Change.
DOS কি?
এটি এমন একটি পদ্ধতি যেখানে কোনো অনলাইন সার্ভিস বা ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে নেটওয়ার্কটির কার্যক্রম নামিয়ে ফেলে এবং কম্পিউটারে প্রচুর পরিমাণে ম্যালওয়্যার জমা করে। নেটওয়ার্কটি ডাউন হয়ে যাওয়ার পরে হ্যাকার সিস্টেম হ্যাক করে । এররূপ হলো Disk Operating System.
ওয়ার্কশিটে বিভিন্ন কাজের তাৎক্ষনিক অবস্থা Status bar এ দেখানো হয়। এ বার-এ Work sheet এর কলামগুলোকে A, B, C, D বর্ণদ্বারা এবং রো গুলিকে 1, 2, 3, 4 সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় ।
একবার চাপলে আধা ইঞ্চি সরে । মেনু বারে ৯টি মেনু আছে । কী-বোর্ডে ফাংশন কী আছে মোট ১২টি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় ইতোমধ্যে বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে বাংলাদেশ। এবার ব্রিটিশ মিডিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'মাদার অব হিউম্যানিটি' (মানবতার জননী) বলে আখ্যায়িত করেছে । বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তি হয় ২০২২ সালে ১০ই জানুয়ারি ।
ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে TCP/IP প্রটোকলটি সর্বাধিক ব্যবহৃত হয়। TCP/IP হলো Transmission Control Protocol/Internet Protocol. বঙ্গদর্শন পত্রিকায়, ১৯০৫ সালে বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা” সর্বপ্রথম প্রকাশিত হয় ।