জেলা জজ আদালত, কুষ্টিয়া ।। অফিস সহায়ক (06-01-2023) || 2023

All

সকল বিষয়

রচনা লিখুনঃ (যে কোন ০১ (এক) টি
1.

আমার শৈশব কাল ।

Created: 6 months ago | Updated: 20 hours ago
রচনা লিখুনঃ (যে কোন ০১ (এক) টি
2.

একুশে ফেব্রুয়ারী

Created: 6 months ago | Updated: 1 month ago

০৬০১-২০২৩

বরাবর

জেলা জজ মহোদয়

ফরিদপুর

 

 

বিষয়ঃ এক দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন।

 

 

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধীনে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কার্যালয়ে ব্যবস্থাপকের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। গত ০১.০১.২০২৩ থেকে ০২.০১,২০২৩ পর্যন্ত সময়ে শারীরিক অসুস্থতা জনিত কারণে একদিন অফিসে উপস্থিত হতে পারিনি।

 

অতএব, জনাব সমীপে আকুল আবেদন বিষয় সহানুভূতির সহিত বিবেচনা করে উল্লিখিত একদিনের নৈমিত্তিক ছুটি গ্রহণ করতে আমাকে বাধিত করবেন।
 

 

বিনীত নিবেদক 

কমল বসু (১০১০৩) 

অফিস সহায়ক 

মোবাইলঃ ০১৭৭৮৮৪৪৪৪৪

ভাব-সম্প্রসারণ লিখুন: যে কোন ০১ (এক) টি
4.

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

Created: 6 months ago | Updated: 20 hours ago
ভাব-সম্প্রসারণ লিখুন: যে কোন ০১ (এক) টি
5.

দশের লাঠি একের বোঝা

Created: 6 months ago | Updated: 20 hours ago
ইংরজীতে অনুবাদ করুনঃ
6.

গ্রামের নাম রসুলপুর।

Created: 6 months ago | Updated: 1 month ago

-The name of the village is Rasulpur.

ইংরজীতে অনুবাদ করুনঃ
7.

আকাশের রঙ নীল।

Created: 6 months ago | Updated: 1 month ago

The sky is blue in colour.

ইংরজীতে অনুবাদ করুনঃ
8.

আমি যদি উড়তে পারতাম।

Created: 6 months ago | Updated: 1 month ago

I wish I could fly.

ইংরজীতে অনুবাদ করুনঃ
9.

আমি বাবা-মা কে ভালবাসি ।

Created: 6 months ago | Updated: 1 month ago

I love my parents.

Created: 6 months ago | Updated: 1 month ago

My job exam will be held on tomorrow.

Created: 6 months ago | Updated: 1 month ago

কামরুল হাসান।

নীচের প্রশ্ন গুলির উত্তর লিখুন :
12.

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর নাম কি?

Created: 6 months ago | Updated: 1 week ago

শেখ মুজিবুর রহমান

Created: 6 months ago | Updated: 1 month ago

টুঙ্গিপাড়া গোপালগঞ্জ জেলায় অবস্থিত। এখানে বঙ্গবন্ধুর সমাধি রয়েছে। তাই এটি বিখ্যাত।

রূপপুর পাবনায় অবস্থিত। 

২ হাজার ৪ শত মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি স্থাপিত হচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত থাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে। এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ২০২০ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে।

নীচের প্রশ্ন গুলির উত্তর লিখুন :
14.

মুজিবনগরের পূর্ব নাম কি এবং কোথায় অবস্থিত?

Created: 6 months ago | Updated: 1 week ago

মুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা), বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার যা ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠন করা হয়।

হার্ডিঞ্জ ব্রিজ এর নির্মাণকাল ১৯০৯-১৯১৫। এটি বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেলসেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। তৎকালীন ভাইসরয় হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়।

Created: 6 months ago | Updated: 1 week ago

রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি

শিলাইদহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত একটি এলাকা। এখানে করি রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি অবস্থিত। রবীন্দ্রনাথ তাঁর যৌবনকালের একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন। শিলাইদহ কুঠীবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী।

 

বাউল সম্রাট লালন শাহের মাজার
আধ্যাত্মিক সাধক লালন শাহ'র কুমারখালীর ছেঁউড়িয়াতে আশ্রয় লাভ করেন এবং পরবর্তীকালে ছেঁউড়িয়াতে মৃত্যুর পর তাঁর সমাধি স্থলেই এক মিলন ক্ষেত্র (আপড়া) গড়ে ওঠে। ফকির লালন শাহের শিষ্য এবং দেশ বিদেশের অগনিত বাউলকুল এই আখড়াতেই বিশেষ ভিখিতে সমবেত হয়ে উৎসবে মেতে উঠে। এই মরমী লোককবি নিরক্ষর হয়েও অসংখ্য লোক সংগীত রচনা করেছেন। বাউল দর্শন এখন কেবল দেশে নয়, বিদেশের ভাবুকদেরও কৌতুহলের উদ্রেক করেছে। ১৯৬৩ সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্ণর মোনায়েম খান। ২০০৪ সালে সেখানেই আধুনিক মানের অডিটোরিয়ামাহ একাডেমি ভবন নির্মাণ করা হয়।

 

Created: 6 months ago | Updated: 1 week ago

  • ফকির লালন শাহ
  • মীর মশাররফ হোসেন
  • বাঘা যতীন 

তোফায়েল আহমেদ, ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।

নীচের প্রশ্নগুলির উত্তর লিখুন :
19.

অফিস সহায়ক এর কাজ কি?

Created: 6 months ago | Updated: 1 month ago

অফিস সহায়ক এর কাজ
১। অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
২। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে একস্থান হইতে অন্যস্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা। 
৩। হালকা আসবাবপত্র অফিসের মধ্যে একস্থান হইতে অন্যস্থানে সরানো।
৪। গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্স বন্দী করিয়া নির্দেশক্রমে এক অফিস হইতে অন্য অফিসে নেয়া। ৫ কর্মকর্তা ও কর্মচারীগণকে পানীয় জল পান করাবেন।
৬। তাহারা অফিসের সমস্ত মনিহারী ও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়ী থাকিবেন। 
৭। তাহারা তাদের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরিধান করিয়া অফিসে আসিবেন।
৮। তাহারা স্ব স্ব শাখা এবং কর্মকর্তার নির্দেশিত কাজ করিবেন। 
৯। তাহার দর্শণপ্রার্থী এবং পাবলিকের সহিত ভদ্রতা বজায় রাখিয়া ব্যবহার করিবেন।
১০। তাহারা কর্মকর্তার পক্ষে ব্যাংকে চেক জমা এবং টাকা ভুলিবেন। 
১১। তাহারা অফিস সময়ের ১৫ মিনিট পূর্বে অফিসে আসিবেন এবং সহকারী সচিব/প্রধান সহকারীর নিকট আগমনের রিপোর্ট করিবেন।
১২। তাহারা বিনা অনুমতিতে কোন সময় অফিস ত্যাগ করিবেন না।

Related Sub Categories