জলাবায়ু পরিবর্তনের মারাত্মক ফলাফল হচ্ছে উষ্ণতা বৃদ্ধি গ্রীণ হাউজ প্রতিক্রিয়া, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, মেরু অঞ্চলের বরফগলন ইত্যাদি যা দরিদ্র দেশসমূহের মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাবকে প্রশমিত করতে মানুষকে সচেতন হতে হবে।
ফুলদানি
ফুল+দানি
নীলিমা
নীল+ইমন
সংবাদ
সম্+বাদ
দোলক
দুল+অক
নাগরিক
নগর+ইক
অনুকরণ করা যায় এমন
অনুকরণীয়
অন্য যুগ
যুগান্তর
অতি দীর্ঘ নয়
নাতিদীর্ঘ
কি করতে হবে তা বুঝতে পারে না
কিংকর্তব্যবিমূর
কোথাও উঁচু কোথাও নীচু
বন্ধুর
কেতা দুরন্ত
(পরিপাটি): হাফিজের চালচলন বেশ কেতা দুরন্ত।
উড়ো চিঠি
(বেনামি চিঠি)। ডাকাতরা জমিদার বাড়িতে উড়ো চিঠি নিয়ে ডাকাতি করেছিল।
আক্কেল সেলামী
আক্কেল সেলামী (বোকামির শাস্তি/নির্বুদ্ধিতার পুরস্কার)= বিনা টিকেটে রেল ভ্রমণ করতে গিয়ে ধরা পড়ে তার ৫০০ টাকা আক্কেল সেলামী দিতে হল।
ডুমুরের ফুল(কান্ডজ্ঞানহীন)। বিপ্লবের মতো ডানকানা লোকদের ডুমুরের ফুল হয়ে উঠেছে।
(বিরুল বা পূর্ণত) পরীক্ষায় ভালো করে মামুন এখন ডুমুরের ফুল হয়ে উঠেছে।
তালকানা
(কান্ডজ্ঞানহীন)। বিপ্লবের মতো ডানকানা লোকদের ডুমুরের ফুল হয়ে উঠেছে।