খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা ।। পদ: আরএমও উপসহকারী প্রকৌশলী) (১০ম গ্রেড) (24-01-2023) || 2023

All

ডুরান্ড লাইন আফগানিস্তান পাকিস্তান এর সীমা র্যাডক্লিফ লাইন তার পাকিস্তান এর সীমারেখা।
র‌্যাডক্লিফ লাইন হল ভারত পাকিস্তানের সীমারেখা। র‌্যাডক্লিফ লাইন 1947 সালে ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন দেশ ভারত পাকিস্তানে বিভক্ত করে। র‌্যাডক্লিফ লাইনের নামকরণ করা হয়েছিল এর স্থপতি স্যার সিরিল র‌্যাডক্লিফের নামে। তিনটি ভারতীয় রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পাকিস্তানের সাথে একটি সীমানা ভাগ করে নেয়।

আন্দামান দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জ।

সেন্ট হেলেনা দ্বীপ আর্কি মহাসাগরের একটি আগ্নেয়গিরি

থাইল্যান্ড

বাংলাদেশকে কেন্দ্র করে জাপান সরকারের প্রস্তাবিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) ইনিশিয়েটিভ বিগ-বি নামে পরিচিত। ইতিমধ্যে এই উদ্যোগের আওতায় অনুমোদিত হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প। বিগ-বির প্রধান তিনটি স্তম্ভের একটি এটি।

বিগ-বি এর ধারণার ভিত্তি: মূলত ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার (বেল্টে) এলাকায় শিল্পায়নকে সামনে রেখে এই বিগ-বি উদ্যোগটির পরিকল্পনা করা হয়। বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে দেশের এই অঞ্চল বেশ সম্ভাবনাময় বলে মনে করে জাপান। গত মে মাসে টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি তুলে ধরেন

Created: 2 months ago | Updated: 6 hours ago

i. Organization of the Petroleum Exporting Countries (OPEC)

ii. Organisation of Islamic Cooperation (OIC)

iii. Federal Bureau of Investigation (FBI)

Related Sub Categories