ঈশ্বর, রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের কর্তব্য আছে। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে প্রেরণ করেছেন। সমাজে আমাদেরকে যে সেবা প্রদান করে তার জন্য আমরা সমাজের কাছে কণী আমাদের সমাজ একটা মেশিনের মত যার অংশ হচ্ছি আমরা। আমাদের প্রত্যেককে নিজেদের ভূমিকা পালন করতে হবে, অন্যথায় সমাজের উন্নতি হবে না।
ষত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখুন
১. অ, আ, ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি এবং ক ও র এর পরে ‘ষ’ প্রত্যয়ের ‘স’ থাকলে তা মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, বিষয়, বিষ, সুষমা ইত্যাদি।
২. ট ও ঠ এর সঙ্গে যুক্ত হলে দন্ত-‘স’ না হয়ে মূর্ধন্য-ষ হয়। যেমন- কষ্ট, কাষ্ঠ, স্পষ্ট ইত্যাদি।
৩. ঋ-কার ও র-এর পর মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন- সৃষ্টি, বৃষ, ঋষি, কৃষক, বর্ষা, বৃষ্টি, দৃষ্টি ইত্যাদি।
৪. সমাসবদ্ধ হয়ে দুটি পদ একপদে পরিণত হলে এবং প্রথম পদের শেষে ই, উ, ঋ থাকলে মূর্ধন্য-ষ এ পরিণত হয়। যেমন- যুধিষ্ঠির, গোষ্ঠী, ভ্রাতুস্পুত্র ইত্যাদি।
৫. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে মূর্ধন্য-ষ হয়। যেমন- অনুষ্ঠান, অভিষেক, প্রতিষেধক ইত্যাদি।
শান্তনা
সান্ত্বনা
আকাংখা
আকাঙ্ক্ষা
মনিষি
মনীষী
উচ্ছাস
উচ্ছ্বাস
সরসতি
সরস্বতী
বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা লিখুন
বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা
১. সমাসের মাধ্যমে অনেক নতুন শব্দ গঠন করা যায়
২. ভাষাকে সহজ-সরল সংক্ষিপ্ত শ্রুতিমধুর করা যায়।
৩. অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ করা যায়।
৪. সহজভাবে শব্দ উচ্চারণ করা যায়
৫. বক্তব্যকে সুন্দর - অর্থবহ তাৎপর্যপূর্ণ করা যায়।
৬.ব্যাক্যকে গতিশীল করা যায়।
পাখির ডাক
কূজন
আকাশে উড়ে যা
খেঁচর
ফুল হতে জাত
ফুলেল
অক্ষির সম্মুখে বর্তমান
প্রতক্ষ্য
একই গুরুর শিষ্য
সতীর্থ
হাতির খোরাক
(বেশি খাওয়া) চার জনের ভাত একজনেই খেয়ে ফেলল, এ দেখছি হাতির খোরাক।
অমৃতে অরুচি
(দামি জিনিসে বিতৃষ্ণা) হাতের কাছে ভালো চাকরি পেয়েও করল না, এ যেন অমৃতে অরুচি।
উনপঞ্চাশ বায়ু
(পাগলামি)। পরীক্ষা ঘনিয়ে আসছে আর তার মাথায় উনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে।
কাঁঠালের আমসত্ত্ব
(অসম্ভব বস্তু) লেখাপড়া না করে "এ প্লাস" পাওয়া এ যে কাঁঠালের আমসত্ত্ব।
রাবনের চিতা
(চির অশান্তি)। একমাত্র ছেলের মৃত্যুতে মায়ের বুকে রাবণের চিতা জ্বলছে।