জাতীয় মানবাধিকার কমিশন || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর (10-02-2023) || 2023

All

পূর্ণরূপ লিখুন
1.

http

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Hyper Text Transfer Protocol

পূর্ণরূপ লিখুন
2.

SSL

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Secure Sockets Layer

পূর্ণরূপ লিখুন
3.

GSM

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Global System for Mobile communication

পূর্ণরূপ লিখুন
4.

LED

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Light Emitting Diode

পূর্ণরূপ লিখুন
5.

RAM

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Random Access memory

পূর্ণরূপ লিখুন
6.

WWW

Created: 2 months ago | Updated: 2 weeks ago

World Wide Web

টিকা লিখুনঃ
7.

ফাইবার অপাটিকস্

Created: 2 months ago | Updated: 2 weeks ago

ফাইবার অপটিকস্
 

অপটিক্যাল ফাইবার হল কাঁচ (সিলিকা) বা প্লাস্টিক দিয়ে তৈরি করা একটি স্বচ্ছ অনন্ত নমনীয় ফাইবার। মানুষের চুলের চেয়ে কিছুটা পুর ব্যাগের অপটিক্যাল ফাইবার, প্রধানত ইন্টারনেট এবং ডেটা ট্রান্সমিশনের কাজে ব্যবহৃত হয়ে থাকে।
অপটিক্যাল ফাইবার দ্রুত গতির ইন্টারনেট সরবরাহের পাশাপাশি আরো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে-

  • কম্পিউটার নেটওয়ার্কিং সার্জারি এবং দন্ত চিকিৎসা
  • মোটরগাড়ি শিল্প
  • টেলিফোন
  • আলোকসজ্জা মেকানিক্যাল পরিদর্শন
  • ক্যাবল টেলিভিশন
  • মিলিটারি এবং স্পেস অ্যাপ্লিকেশন


অপটিক্যাল ফাইবার কিছু সুবিধা: Optical fiber ব্যবহারের কিছু সুবিধা রয়েছে। যেমন:
 

  • সাশ্রয়ী (লম্বা সময়ের জন্য)
  • কম বিদ্যুৎ খরচ হয়
  • পাতলা এবং অদাহ্য
  • সংকেতের কম অবক্ষয় হয়
  • নমনীয় এবং হালকা

টিকা লিখুনঃ
8.

GOOGLE

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Google 

Google is a multinational technology company that offers a range of products and services, including the world's most popular search engine. With its simple and intuitive interface. Google allows users to quickly. find information on almost any topic by entering keywords into the search bar. In addition to its search engine. Google offers email through Gmail, online. document creation and storage through Google Drive, and access to popular websites and apps through Google Chrome. Google also offers advertising solutions for businesses and provides analytics to help. track the success of online campaigns. With its vast resources and global reach, Google has become an essential tool for people and businesses all over the world.

টিকা লিখুনঃ
9.

ইন্টারনেট

Created: 2 months ago | Updated: 2 weeks ago

ইন্টারনেট
 

টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। এটি জনসাধারণের জন্যে উন্মুক্ত এবং এখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডাটা আদান-প্রদান করা হয়। ইন্টারনেট (Internet) হলো International Network-এর সংক্ষিপ্ত রূপ। কার্যত এটি হলো নেটওয়ার্কসমূহের নেটওয়ার্ক। ১৯৯১ সালে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার শুরু হলেও এর প্রকৃত যাত্রা আরাম হয় ১৯৬৯ সালে। বর্তমানে আধুনিক বিশ্বে ইন্টারনেট হলো যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম তথ্য আদান- প্রদান, সংবাদপত্র পড়া, সামাজিক যোগাযোগ, পড়াশনা, গবেষণা, টেলিভিশন দেখা, রেডিও শোনা, তথ্য সংগ্রহ, ব্যাংকিং সেবা, টিকিট সংগ্রহ, বিল পরিশরের, চাকরির আবেদন ইত্যাদিসহ নানা কাজে মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। পৃথিবীতে নেটিজেনদের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে বাংলাদেশে ব্যাপকহারে মোবাইলে ইন্টারনেটের ব্যবহার হচ্ছে। কোনো মোবাইল সেট ডিপিআর বা সমর্থিত হলে সেসব সেট নিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়। তাই এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষও ইন্টারনেট ব্যবহারের সুযাগ পাচ্ছে। ফলে পুরো পৃথিবী ক্রমান্বয়ে পরিণত হচ্ছে তোবান চিনেছে। মানুষ ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে এর সুফল ভোগ করছে। তাই আধুনিক জীবনযাত্রায় ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম।

টিকা লিখুনঃ
10.

Facebook

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Facebook

Facebook is a social media platform founded in 2004, It allows users to create profiles, share photos and videos, and connect with friends and family. It also offers businesses the opportunity to create pages and advertise to target audiences. With over 2.8 billion monthly active users. Facebook is one of the largest and most widely used social media platforms in the world.

সংক্ষিপ্ত উত্তর লিখুন
11.

DBMS বলতে কি বুঝায়?

Created: 2 months ago | Updated: 2 weeks ago

DBMS (ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) হলো এমন একটি পূর্ণাঙ্গ প্রেগ্রাম যা একই সাথে ডাটাবেজ তৈরী, ব্যবস্থাপনা ভববধান এবং ডাটা প্রসেসের কাজ করে। ডাটাবেজের সাহায্যে ডাটা প্রসেস করে আমরা ঐসব ডাটার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। যদিও ডাটা প্রসেস করে নলেজ মাইনিং করা ডাটাবেজের মূল উদ্দেশ্য নয়।

সংক্ষিপ্ত উত্তর লিখুন
12.

নেটওয়ার্কিং রাউটারের কাজ কি?

Created: 2 months ago | Updated: 1 day ago

রাউটার একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার ও সফটওয়ারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজ হয়।উটার হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট তার গন্তব্যে কোন পথে যাবে তা নির্ধারণ করে। ডেটা প্যাকেট হচ্ছে ডেটার - সমষ্টি। রাউটার ডেটা প্যাকেটগুলোকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম দূরত্বের পাম (path) ব্যবহার করে। শ্রউটার ইন্টারনেটে ট্রাফিক সম্পন্ন করে। সাধারণভাবে, একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত আত্মা নেটওয়ার্কের মধ্য দিয়ে একটি ডাটা প্যাকেটকে এক রাউটার থেকে অন্য রাউটারে পাঠানো হয় যতক্ষণ পর্যন্ত না এটি গন্তব্য নোডে পৌঁছে।

Related Sub Categories