অচলায়তন
(গোরামিপূর্ণ)
উলুখাগড়া
(গুরুত্বহীন লোক)ও আমরা ভাই উলুখাগড়া, আমাদের কথায় ওরা গুরুত্ব দেবেন কেন?
কেতাদুরস্ত
(পরিপাটি); হাফিজের চালচলন বেশ কেতা দুরন্ত।
চোখের বালি
(চক্ষুশূল) সতীনের মেয়েটি নতুন বউয়ের যেন চোখের বালি, একেবারে দেখতে পারে না ওকে।
ষোলকলা
(সম্পূর্ণ); নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হওয়ায় ষোলকলা পূর্ণ হয়েছে
দুরাবস্থা
দুরবস্থা
আয়ত্তাধীন
আয়ত্বধীন
দোষনীয়
দুষণীয়
বৈশিষ্ট্যতা
বৈশিষ্ট্য
সুবুদ্ধিমান
বুদ্ধিমান
অনুক্ষণ
অনুক্ষণ = ক্ষণে ক্ষণে- অব্যয়ীভাব সমাস।
কোকিলকণ্ঠী
কোকিলের মত কন্ঠ যার ( বহুব্রীহি সমাস)
জেলা খালাস
জেল হইতে খালাস- পঞ্চমী তৎপুরুষ সমাস।
যথারীতি
যথারীতি = রীতিকে অতিক্রম না করে অব্যয়ীভাব সমাস।
সৈন্যসামন্ত
সৈন্য ও সামন্ত (দ্বন্দ সমাস)
ভাষা আন্দোলন
ভাষা আন্দোলন তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে পরিচালিত একটি নজিরবিহীন আন্দোলন । ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় । পাকিস্তানি শাসকবর্গ তখনকার পূর্ব পাকিস্তানের অধিবাসী- সমগ্র পাকিস্তানের শতকরা ৫৬ ভাগ মানুষের ভাষা বাংলাকে যথাযথ মর্যাদা দিতে অস্বীকৃতি জানায় । ১৯৪৮ সালের মার্চ মাসে পাকিস্তানের তদানীন্তন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেন যে, উর্দু এবং কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা । বাংলাদেশের দেশপ্রেমী জনগণ এটাকে তাদের সংস্কৃতির ওপর চরম আঘাত হিসেবে ধরে নেয় । এই ঘোষণা থেকে ভাষা আন্দোলনের বীজ বপন করে । বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে— এই দাবি থেকে পূর্ব পাকিস্তানের মাটিতে শুরু হয় ভাষা আন্দোলন । ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের উপর বর্বর পুলিশ গুলিবর্ষণ করলে রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, সালাম, বরকত-সহ অনেক তরুণ শহিদ হন । অতঃপর ক্রমাগত আন্দোলনের ফলে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় । ১৯৫৬ সালের সংবিধানে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় । বাংলাদেশের বাঙালিদের ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হয় । ১৮৮টি দেশ এই বিষয়টিকে সমর্থন জানালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৃহীত হয় । ২০১০ সালের ২১ অক্টোবর জাতিসংঘের ৬৫তম অধিবেশনে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব আনে বাংলাদেশ, যা সর্বসম্মত ভাবে গৃহীত হয় । গৌরবময় এই অর্জন বাঙালি জাতির এক অবিস্মরণীয় অর্জন ।
Irony of fate
(অদৃষ্টের পরিহাস, Misfortune): He suffered a irony of fate.
a slow coach
(অলস ব্যক্তি) I have never seen such a slow coach.
Bad blood
(শত্রুতা)There is bad blood between two sisters.
Out of the wood
(ঝামেলামুক্ত, বিপদমুক্ত ) The nation's economy is not out of the woods yet.
Put out
( নিভিয়ে ফেলা, extinguish) Put out the lamp
হেমন্তের পর শীত আসে
Winter comes after dewy season.
কি মনোরম দৃশ্য!
What a beautiful sight it is!
আমার লেখার মত কোনো কলম নেই।
I have no pen to write with.
আমার ........... আসবে
যদি কুয়াশা ঘন হয়, তাহলে বিমান ছাড়বে না।
If the fog is dense, the plane will not take off.
It is I----- am responsible for this.
who
You have to eat in ----to live.
life
The running---------time-------.
We should not hanker ------ wealth.
after
How do you-------- your free time?
spend