স্থাপত্য অধিদপ্তরের প্রধান কাজ কী?
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন মন্ত্রণালয় - অধীন দপ্তরাদির প্রকল্পসমূহের স্থাপত্ত্য পরিকল্পনা ডিজাইন ও নকশা প্রণয়নের দায়িত্ব স্থাপত্য অধিদপ্তরের উপর ন্যস্ত। স্থাপত্য অধিদপ্তর সরাসরি জনসাধারনের জন্য কোন সেবা সুবিধা প্রদান না।
পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতার মাত্রা কত?
রিখটার স্কেল ৯ মাত্রা
মেট্রোরেলের প্রথম চালকের নাম কী?
মরিয়ম আফিজা
প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
বগুড়া: বগুড়া, প্রাচীন ঐতিহ্য। জেলা শহরের ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে অবস্থিত আড়াই হাজার বছরের প্রাচীন প্রসিদ্ধ নগরী মহাস্থানগড়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 'অসমাপ্ত আত্মজীবনী' বইটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
2012
বাংলাদেশের সংবিধানে মোট কতটি মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে?
১৮টি
বাংলাদেশে জাতীয় শিশু দিবস কত তারিখে পালিত হয়?
১৭ই মার্চ
'গাহি সাম্যের গান'- এ লাইনটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
A.I এর পূর্ণরূপ কী?
A. I Artificial Intelligence
জার্মানী-ফ্রান্সের সীমান্তে নির্মিত সীমারেখার নাম কী?
সিগফ্রিড লাইন
কম্পিউটারের স্পিড পরিমাপ করা হয় কী দিয়ে?
গিগাহার্টজ
ইউরোপের শস্যভান্ডার বলা হয় কোন দেশকে?
ইউক্রেন
বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় কত সালে?
১৯৫৬ সালে
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বশেষ শত্রুমুক্ত হয় কোন এলাকা?
মিরপুর
I.M.F এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ওয়াশিংটন ডিসি