বিদ্যালয়
বিদ্যা + আলয়=বিদ্যালয়
পরীক্ষা
পরি+ঈক্ষা=পরীক্ষা
সিংহাসন
সিংহ + আসন
স্বাধীন
স্ব +অধীন
ইত্যাদি
ইতি + আদি = ইত্যাদি
তার সৌন্দর্যতাবোধ আমাকে অভীভূত করেছে।
তার সৌজন্যবোধ আমাকে অভিভূত করেছে।
জৈষ্ঠ্য মাসে তার ছেলের বিয়ে হয়।
জ্যৈষ্ঠ মাসে তার ছেলের বিয়ে হয়
আপনি স্বপরিবার ও সবান্ধব আমন্ত্রিত।
আপনি সপরিবার ও সবান্ধব আমন্ত্রিত।
আমি অপমান হয়েছি।
আমি অপমাণিত হয়েছি
একের লাঠি দশের বোঝা।
দশের লাঠি একের বোঝা
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।