বিপচ্ছায়া
বিপদ + ছায়া
মার্তন্ড
মার্ত + অন্ড
শুদ্ধোধন
শুদ্ধ + ওদন
প্রৌঢ়
প্রৌঢ় = প্র+ ঊঢ়
সংখ্যা
সংখ্যা= সম্+খ্যা
শান্তশিষ্ট
শান্ত অথচ শিষ্ট
একোন
এক দ্বারা উন =একোন
তৎপুরুষ সমাস
সহকর্মী
সমান কর্মী যে=সহকর্মী
বহুব্রীহি সমাস
পঞ্চবটি
পঞ্চবট = পঞ্চ বটের সমাহার (দ্বিগু )
উপকথা
উপকথা= কথার সদৃশ্য (অব্যয়ীভাব সমাস)
ঠোঁট কাটা
স্পষ্টভাষী
বর্ণচোরা
কপট ব্যক্তি
কাছা টিলা
অসাবধানতা
ইতর বিশেষ
পার্থক্য
কেউকেটা
তল স্পর্শ করা যায় না যার
যে ক্রমাগত রোদন করছে
রোরুদ্যমান
যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে
অবিমৃষ্যকারী
যা পূর্বে শোনা যায়নি
অশ্রুতপূর্ব
উর্বর নয় যা
ঊষর