পরম শুন্য তাপমাত্রা বলতে কি বোঝায়?
পরম শূন্য তাপমাত্রা(Absolute Zero) হচ্ছে ০ কেলভিন অথবা -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস বা -৪৬০ ডিগ্রি ফারেনহাইট।
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন।
১৯৭২ সালের ১৮ জানুয়ারি তারিখ এ. এন. এম. হামিদুল্লাহ্ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসাবে নিয়োগ লাভ করেন।
Body Mass Index (BMI) কি? উদাহরন সহকারে বুঝিয়ে বলুন।
বাংলাদেশ কত সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে চূড়ান্তভাবে উন্নীত হবে ?
বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে চূড়ান্তভাবে উন্নীত হবে ।
স্বীকৃতিপ্রাপ্ত পাঁচটি বাংলাদেশী GI পণ্যের নাম লিখুন।
১. জামদানি
২.ঢাকাই মসলিন
৩.ইলিশ
৪.চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আম
৫.রাজশাহী সিল্ক
বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারক নদী কোনটি ?
বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারক নদী হলো - হাড়িয়াভাঙ্গা নদী