জাতিসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় ।
পদ্মা সেতু মুন্সিগঞ্জ-শরীয়তপুর জেলাকে সংযুক্ত করেছে।
সাগরকন্যা কুয়াকাটা, পটুয়াখালীর ভৌগলিক নাম।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ।
বখতিয়ার খলজি বাংলা জয় করেন ১২০৪ সালে।
পক প্রণালী অবস্থিত ভারত-শ্রীলঙ্কার মধ্যবর্তী অবস্থানে।
ইথিওপিয়াকে 'হর্ণ অব আফ্রিকা' বলা হয়।
মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিট।
SDG- Sustainable Development Goals
মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের অন্তর্ভুক্ত।
চিলির রাজধানীর নাম সান্টিয়াগো ।
ইতালির মানচিত্র 'লেডিস হিল' নামে পরিচিত।
'ঘরে-বাইরে' উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা।
SAARC- South Asian Association for Regional Cooperation