বঙ্গদূত পত্রিকাটি ১৮২৯ সালে নীলমণি হালদারের সম্পাদনায় প্রকাশিত হয়
বাংলা ভাষার যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে প্রধান পাঁচজনকে পঞ্চপান্ডব বলা হয়।
রবীন্দ্রনাথের পর তারাই বাংলা ভাষার প্রধান কবি।
তারা হচ্ছেন
অমিয় চক্রাবরতী (১৯০১ - ১৯৮৭)
বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪),
জীবনান্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪),
বিষ্ণু দে (১৯০৯ - ১৯৮২)
সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০),
* অসমাপ্ত আত্মজীবনী, * কারাগারের রোজ নামচা, * আমার দেখা নয়া চিন
যুক্তাক্ষর দুই প্রকারঃসাধারণ ও ফলা
‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' ১৭৭৮ সালে প্রকাশিত হয়?
বইটির লেখক ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড।
সংলাপ
সম্ + লাপ
উচ্ছেদ
উৎ+ ছেদ
ষষ্ঠ
ষষ+ থ
বাগযন্ত্র বা বাকপ্রত্যঙ্গ বলে
বৈসাবি শব্দটি বৈসু, সাংগ্রাই, বিজু – এই তিন নামের আদ্যক্ষর নিয়ে গঠিত।
৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২
মাহবুব উল আলম চৌধুরী
শুদ্ধ: “এটা একটা লজ্জাকর ব্যাপার”