বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে?
বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান।
সৈয়দ আলী আহসান (২৬ মার্চ ১৯২২ - ২৫ জুলাই ২০০২) বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন।
সৈয়দ আলী আহসানকৃত বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসাবে স্বীকৃত।
ঐতিহাসিক ছয় দফা পেশ করা হয় কত তারিখে?
৫ ফেব্রুয়ারী ১৯৬৬ লাহোরে বিরোধীদলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচী ঘোষণা করেন।
'আইনের দৃষ্টিতে সমতা' সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
'আইনের দৃষ্টিতে সমতা' সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।
Loss and Damage আন্তর্জাতিক তহবিলের কোন বিষয়ের সাথে সম্পর্কিত ?
Loss and Damage আন্তর্জাতিক তহবিলের জলবায়ু পরিবর্তন-এর সাথে সম্পর্কিত ।
জলবায়ু পরিবর্তনের প্রভাবএরই মধ্যে বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায়, দক্ষিণ এশিয়া সবচেয়ে মারাত্মকভাবে প্রভাবিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে। পরিবর্তিত জলবায়ুর প্রভাবের সাথে খাপ খাইয়ে নেয়ার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বহু আলোচনা সংঘটিত হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে, সার্বিক বাস্তুতন্ত্র এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, স্থায়ীভাবে তাদের টিকিয়ে রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক কূটনীতিতে, এই অপূরণীয় পরিণতিগুলি ‘জলবায়ু ক্ষয়ক্ষতি’ বা ‘লস অ্যান্ড ড্যামেজ’ নামে পরিচিত।
বাংলাদেশের সর্বশেষ জনশুমারী কত সালে অনুষ্ঠিত হয় ?
দেশের ষষ্ঠ জাতীয় ও প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয় ১৫–২১ জুন ২০২২।
টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবনী অর্থবছর কোন সাল ?
কম্পিউটারের ফাংশন কি (key) এবং মডিফাইয়ার কি (key) কোন গুলো?
কী বোর্ডের একেবারে উপরের দিকে বাম পার্শ্বে খেয়াল করলে দেখা যায় F1 থেকে F12 পর্যন্ত ১২টি কী দেয়া আছে । এগুলোকে Function Key বলে। এই Key গুলোর এক একটির কাজ এক এক রকম ।
Modifier key দ্বারা কোন অক্ষর বা বর্ণ টাইপ করা হয় না কিন্তু Modifier key চেপে ধরে অন্য কোনো key চাপলে ঐ key এর ইনপুট পরিবর্তিত হয়ে যায়। যেমন, সাধারণভাবে k চাপ দিলে Small Letter দেখাবে কিন্তু Modifier key Shift চেপে ধরে k চাপলে, K Capital Letter হয়ে যাবে Modifier key - গুলো হলো Shift, Command, Ctrl & Alt.
সংবিধানে সংরক্ষিত নারী আসন কত সালে প্রথম যুক্ত হয়?
১৯৯০ সালে সংবিধানের (দশম সংশোধন) আইনের মাধ্যমে নারীদের জন্য ৩০ টি আসন সংরক্ষণ করা হয় এবং সংরক্ষণের মেয়াদ উল্লেখ করা হয়। পরবর্তীতে চতুর্দশ সংশোধনের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ টিতে উন্নীত করা হয়। ২০১১ সালের পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টিতে উন্নীত করা হয় ।
বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
বাংলাদেশ প্রথম কমনওয়েলথ আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে । স্বাধীন হওয়ার পর বাংলাদেশ প্রথম ১৮ এপ্রিল ১৯৭২ আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের সদস্যপদ লাভ করে ।
কম্পিউটার নেটওয়ার্কিং
সার্বজনিন ভোটাধিকার
ব-দ্বীপ পরিকল্পনা