দেখবার ইচ্ছা
দেখবার ইচ্ছা = দিদৃক্ষা
ধনুকের ধ্বনি
ধনুকের ধ্বনি = টঙ্কার
হরিণের চর্ম
হরিনের চর্ম = অজিন
যে নারীর হিংসা নেই
যে নারীর হিংসা নেই = অনসূয়া
যুদ্ধ থেকে যে বীর পালায় না
যুদ্ধ থেকে যে বীর পালায় = সংশপ্তক
সব আমগুলোর দাম কত?
আমগুলোর দাম কত?
তোমার সঙ্গে আমার একটি গোপন পরামর্শ আছে
তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
মেয়েটি সুকেশৈলী ও সুহাসি।
মেয়েটি সুকেশা (বা সুকেশী) এবং সুহাসিনী।
তারকাবৃন্দ আকাশে মিটিমিটি করে জ্বলছে।
তারকারাজি আকাশে মিটিমিটি করে জ্বলছে।
সে এমন রূপসী যেন অপ্সরী।
সে এমন রূপবতী যেন অপ্সরা।
বাংলা বর্ণমালায় ২টি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ রয়েছে।
বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি?
৩৯টি।
নিলীন বর্ণ লিখুন।
অ
স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে কি বলে?
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে।
মৌলিক স্বরধ্বনি কতটি?
মৌলিক স্বরধ্বনি ৭ টি।
চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা করেন ভুসুকুপা ( ৮টি ) । -( চর্যাপদের খন্ডিত পদটির রচয়িতা ভুসুকুপা )
চম্পুকাব্য কাকে বলে?
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' উক্তিটি করেছিলেন ঈশ্বরী পাটনি। ইক্তিটি পাওয়া যায় ভারতচন্দ্র রায়গুণাকরের 'অন্নদামঙ্গল' কাব্যে।