HTML
HTML = Hypertext Markup Language
LASER
LASER
= Light Amplification By Stimulated Emission Of Radiation
e-GP
E-GP
= e-Government Procurement
MICR
MICR
= Magnetic Ink Character Recognition
OMR
OMR
= Optical Mark Recognition/reader
লিনাক্স (LINUX) কী?
লিনাক্স (LINUX) হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার
কম্পিউটারের ২টি ইনপুট ও ২টি আউটপুট ডিভাইসের নাম লিখুন
কম্পিউটারের ২টি ইনপুট ও ২টি আউটপুট ডিভাইসের নাম হলো-
ইনপুট- কিবোর্ড, মাউস
আউটপুট- মনিটর, প্রিন্টার
৪টি অপারেটিং সিস্টেমের নাম লিখুন
অপারেটিং সিস্টেমের নাম হলো- Windows, Linux, MacOs, Unix
হার্ডওয়্যার ও সফটওয়্যার কী
হার্ডওয়্যার ও সফটওয়্যার হলো-
হার্ডওয়্যার: কম্পিউটারের হার্ডওয়্যার হল সেই সব অংশ যা দৃশ্যত এবং স্পর্শ করা যায় বা যার কাঠামো আছে। যেমন: মাউস, প্রসেসর, মনিটর ইত্যাদি।
সফটওয়্যার: সফটওয়্যার হলো কোন নির্দিষ্ট কাজ করার জন্য একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি। যেমন: বিজয়, মাইক্রোসফট অফিস, গুগল ক্রোম ইত্যাদি
ডিবাগিং (Debugging) কী?
ডবাগিং (Debugging) হলো- প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগ। ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাডিং বলে।
কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত প্রাচীনতম গণনা যন্ত্রের নাম কী?
কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত প্রাচীনতম গণনা যন্ত্রের নাম অ্যাবাকাস
কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ পায়?
কম্পিউটারের কাজের গতি ন্যানোসেকেন্ড দ্বারা প্রকাশ পায়।
Ctrl + O
Ctrl + O = Open an existing Word document
Ctrl + C
Ctrl + C = Copy text
Ctrl + X
Ctrl + X = Cut text
Ctrl + P
Ctrl + P = Print Word document
জাভা (Java) কী? পাইথন প্রোগ্রাম কে তৈরি করেন?
জাভা (Java) একটি প্রোগ্রামিং ভাষা। পাইথন প্রোগ্রাম গুইডো ভ্যান রসিউম তৈরি করেন।
স্মার্ট ফোনের ২টি অপারেটিং সিস্টেমের নাম লিখুন
স্মার্ট ফোনের ২টি অপারেটিং সিস্টেমের নাম android, iOS
ই-বুক বা ইলেকট্রনিক বুক অথবা ই-বই হল মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রুপ। ই-বই যেহেতু ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় সে কারণে ই-বুক বা ইলেকট্রনিক বুক অথবা ই-বই হল মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রুপ। ই-বই যেহেতু ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় সে কারণে এতে শব্দ এনিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া যায়।
অবশ্য এখন অনেকে ই-বুক কেবল ই-বুক আকারে প্রকাশিত হয়। এগুলোর কোন মুদ্রিত রূপ থাকে না। ফলে অনেকেই এখন ইলেক্ট্রনিক সংরক্ষণ বলতে নারাজ।
এ ধরনের বই কেবল কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের ই-বুক রিডার ব্যবহার করে পড়া যায়। প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের কিন্ডল সবচেয়ে জনপ্রিয়।
ই-বুক ব্যবহারের সুবিধা?
ই-বুক ডাউনলোড এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব।
ই-বুক সহজে স্থানান্তরযোগ্য।
ব্যবহারিকভাবে ই-বুক সংরক্ষণের জন্য কোন লাইব্রেরী বা কক্ষের প্রয়োজন নেই, কম্পিউটার বা রিডিং ডিভাইসের সহজে সংরক্ষণ করা যায়।
ই-বুকে তথ্য অনুসন্ধান সহজতর।
ই-বুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোন শিপিং বা প্যাকিং খরচ নেই।
ই-বুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব ফলে আর্থিক সাশ্রয় হয়।
ই-বুক সহজে বিতরণ এবং বিক্রয়যোগ্য।
বলতে নারাজ।
এ ধরনের বই কেবল কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের ই-বুক রিডার ব্যবহার করে পড়া যায়। প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের কিন্ডল সবচেয়ে জনপ্রিয়।
ই-বুক ব্যবহারের ৫টি সুবিধা:
১। ই-বুক ডাউনলোড এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব।
২। ই-বুক সহজে স্থানান্তরযোগ্য।
৩। ব্যবহারিকভাবে ই-বুক সংরক্ষণের জন্য কোন লাইব্রেরী বা কক্ষের প্রয়োজন নেই, কম্পিউটার বা রিডিং ডিভাইসের সহজে সংরক্ষণ করা যায়।
৪। ই-বুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোন শিপিং বা প্যাকিং খরচ নেই।
৫। ই-বুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব ফলে আর্থিক সাশ্রয় হয়।ই-বুক সহজে বিতরণ এবং বিক্রয়যোগ্য।