বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়।। অফিস সহায়ক (26-05-2023) || 2023

All

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
1.

চালাক-চতুর

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

চালাক-চতুর 

= যে চালাক সেই চতুর -কর্মধারয়

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
2.

বিপত্মীক

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বিপত্মীক 

= বি (বিগত) হয়েছে পত্নী যার -বহুব্রীহি

কারক ও বিভক্তি নির্ণয় করুন :
3.

তিলে তৈল হয় ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

তিলে তৈল হয় । 

=অপাদানে ৭মী 

কারক ও বিভক্তি নির্ণয় করুন :
4.

আলোয় আধার কাটে।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আলোয় আধার কাটে।  

= করণে ৭মী

শুদ্ধরূপ লিখুনঃ
5.

মরিচিকা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মরিচিকা = মরীচিকা

শুদ্ধরূপ লিখুনঃ
6.

সারনী

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

সারনী = সারণি

শুদ্ধরূপ লিখুনঃ
7.

শ্রদ্ধাঞ্জলী

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি

শুদ্ধরূপ লিখুনঃ
8.

পিপিলিকা

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

পিপিলিকা = পিপীলিকা

অর্থসহ বাক্য রচনা করুন
9.

অর্ধচন্দ্ৰ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অর্ধচন্দ্ৰ = গলা/ঘাড় ধাক্কা

অর্থসহ বাক্য রচনা করুন
10.

নদের চাঁদ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

নদের চাঁদ = সুন্দর কিন্তু অপদার্থ

পদ্মা সেতু বাংলাদেশের বর্তমানে আলোচিত একটি নাম। পদ্মা নদীর উপর নির্মিত বহুমুখী সড়ক ও রেল সেতু হচ্ছে এই পদ্মা সেতু। দেশের দক্ষিণ-পশ্চিমাংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগস্থল পদ্মা সেতু। লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষার নাম পদ্মা সেতু। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতুর একটি চ্যালেঞ্জিং নাম। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান নিয়ে পদ্মা সেতু নির্মিত হয়। সেতুটির দৈর্ঘ্য হবে ৬.১৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৮ দশমিক ১০ মিটার। সুতরাং দেশের নির্মিতব্য সবচেয়ে বড় সেতু হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুর ভৌত কাজকে মূলত পাঁচটি প্যাকেজে ভাগ করা হয়: মূল সেতু, নদী শাসন, জাজিরা সংযোগকারী সড়ক ও টোল প্লাজা। ভৌত কাজের বিভিন্ন প্যাকেজের জন্য দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছিল। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক ছিলেন কারিগরি মূল্যায়ন কমিটির সভাপতি। ৬.১৫ কিলোটার দৈর্ঘ্য ১৮.১০ মিটার প্রস্থের বিশাল পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হয় ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন-ভাতা ইত্যাদি। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী, সেতু নির্মাণে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দেয় সরকার। ১ শতাংশ সুদ হারে ৩৫ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতু দেশের মানুষের একটি বহুল প্রতীক্ষিত সেতু। আশা করি আমরা এর যথাযথ ব্যবহার করব। 

Related Sub Categories