বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও বাঙালি জাতিসত্তা বিকাশের পুরােধা ব্যক্তিত্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । তিনি আমাদের জাতির পিতা । তিনি ১৯২০ সালের ১৭ মার্চ বর্তমান গােপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৪২ সালে তিনি কোলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হন এবং শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জরা
জীর্ণ
অনুরক্ত
বিরক্ত
সঞ্চয়
অপচয়
বৈরাগ্য
বৈরাগ্য = আসক্তি
একই গুরুর শিষ্য
সতীর্থ
শত্রুকে জয় করে যে
শত্রুকে জয় করে যে = পরঞ্জয় বা শত্রুজিৎ
৪ টি, এ ঐ ও ঔ
মহেশ্বর
মহা+ঈশ্বর
সপ্তর্ষি
সপ্তর্ষি = সপ্ত+ঋষি
কথামৃত
কথামৃত = কথা+অমৃত
উদ্ধৃত
উদ্ধৃত এর সন্ধি বিচ্ছেদ হল উৎ + হৃত।
সমুদ্রজলে লবণ আছে।
সমুদ্রজলে লবণ আছে= অধিকরন কারকে সপ্তমী বিভক্তি
নতুন ধান্যে হবে নবান্ন।
'নতুন ধান্যে হবে নবান্ন' - - এই বাক্যের 'ধান্যে' পদে করণ কারকে ৭মী বিভক্তি প্রযুক্ত হয়েছে।
আঠারো মাসে বছর
আঠারো মাসে বছর বাগধারাটির অর্থ = দীর্ঘসূত্রিতা ।
প্রায় সব কাজেই রফিক সাহেবের আঠারো মাসে বছর হয়।
শরতের শিশির
শরতের শিশির = সুসময়ের বন্ধু
নেই আঁকড়া হলিস্টিক জব প্রিপারেশন