তাল পাতার সেপাই
তাল পাতার সেপাই= ক্ষীণজীবী লোক, অতি দুর্বল
গোকুলের ষাঁড়
অকমর্ণ্য লোক
তোমার মত গোকুলের ষাঁড় দিয়ে এ কাজ হবে না।
অন্তর টিপুনি
অন্তর টিপুনি= অজ্ঞাতে কারো মনে গোপনে আঘাত করা ।
অন্তর টিপুনি স্বভাবের জন্য অনেক সময় বন্ধুতের ফাটল ধরায়।
নিরানব্বইয়ের ধাক্কা
নিরানব্বইয়ের ধাক্কা= সঞ্চয়ের প্রবৃত্তি
এমনই তার নিরানব্বইয়ের ধাক্কা যে, ছেলের অসুখেও সে টাকা খরচ করতে চায় না
শকুনি মামা
শকুনী মামা (কুচক্রী):
তুমি এই শকুনি মামার সঙ্গ ছাড়া নচেৎ সর্বশান্ত হবে ভায়া।
অরণ্যক
আরণ্যক বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) রচিত চতুর্থ উপন্যাস। ১৯৩৯ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
অসমাপ্ত আত্মজীবনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
নীলদর্পণ
দীনবন্ধু মিত্র
সঞ্চিতা
কাজী নজরুল ইসলাম
প্রদোষে প্রাকৃতজন
প্রদোষে প্রাকৃতজন শওকত আলী রচিত একটি বাংলা ভাষার ঐতিহাসিক উপন্যাস
মুমুর্ষু
মুমূর্ষু
বিভিষিকা
বিভিষিকা এর শুদ্ধ বানান হলো বিভীষিকা
সমিচিন
সমীচীন
নির-বিচ্ছিন্ন
দারীদ্রতা
দারীদ্রতা = দরীদ্রতা
বিদ্যালয়
‘বিদ্যালয়’ এর সন্ধি বিচ্ছেদ- বিদ্যা + আলয়
বিশেষজ্ঞ
বিশেষজ্ঞ = বিশেষ + অজ্ঞ! হলে শব্দটি হবে, 'বিশেষ্+অ+অজ্ঞ= বিশেষাজ্ঞ'। কারণ: অ+অ=আ। যায়।
অত্যন্ত
অত্যন্ত = অতি + অন্ত
তন্বী
তনু + ঈ
সংস্কৃত
Call in
Aim at
Encroach on
Abide by
Cut a sorry figure
Cut a sorry figure - খারাপ ফল করা Karim cut a sorry figure in the examination.
সে ভালো ইংরেজী জানে।
সে ভালো ইংরেজী জানে।
He Knows English Well.
কলমটি ভালো লেখে।
The pen writes well.
মেয়েটি নদীতে সাঁতার কাটতে জানে।
মেয়েটি নদীতে সাঁতার কাটতে জানে।
= The girl knows how to swim in the river.
দুই ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
পাখীটা উড়তে উড়তে উড়লো
I prefer tea --- coffee.
I prefer tea to coffee.
He is suffering --- fever
from
The --- you read, --- more you learn.
The more you read, the more you learn.
He is senior ---- me.
He is senior to me.
Don't boast --- your wealth.
The company launched a new product
The company launched a new product(Passive)
= A new product was launched by the company.
The mail is delivered by the postman
The mail is delivered by the postman (Active)
= The postman delivers the mail.
She has to pass the test
She has to pass the test(Passive)
= The test has to be passed by her.
He confessed his crime
He was so tired that he could not stand
He was so tired that he could not stand (Simple)
= He was very tired to stand.
4*52=208
5*38=190
Total of 9 numbers= (208+190)=398
5th number= (462-398)=64
দেওয়া আছে, X- 2Y =3
প্রদত্ত রাশি, X3 -8Y3 -18XY
= (X)3 - (2Y)3 -18XY
= (X - 2Y)3 + 3.X. 2Y(X-2Y) -18XY
=(3)3 +6XY.3 - 18XY [ মান বসে]
= 27+18XY -18XY
=27 (ans)
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কত সালে পালন হয়?
সরকার ২৬ মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দেয়।
পরবর্তীতে তা ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বাড়ানো হয়।
কোভিড-19 সংক্রমণ সর্বপ্রথম কোন দেশে দেখা দেয়?
কোভিড-19 সংক্রমণ সর্বপ্রথম চীন দেশে দেখা দেয়।
জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি প্রদান করেছে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি ঐতিহাসিক এই ভাষণকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারের মেমোরিতে অন্তর্ভুক্ত করেছে।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি?
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে ?
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম মোহাম্মদ শাহাবুদ্দিন (২০২৩)
বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়?
বাখমুত শহরটি কোন দেশে অবস্থিত?
বাখমুত শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলে অবস্থিত
২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল?
২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি লুসাইল আইকন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল
'মারিয়ানা ট্রেঞ্চ' এর অবস্থান কোন মহাসাগরে?
মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ হলো প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা। এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৫৫০ কিমি ধরে বিস্তৃত।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প
আলোকবর্ষ