ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।। কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (09-06-2023) || 2023

All

সকল বিষয়

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ  ৮ টি

জাপানি শব্দ থেকে এসেছে।

যুগছায়া চলচ্চিত্রটি পরিচালনা করেন কাজী নজরুল ইসলাম 

Created: 3 months ago | Updated: 14 hours ago

ভাষা আন্দোলন

'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস হলো - বন্ + ধন্।

সঞ্চয়ের প্রবৃত্তি

Created: 3 months ago | Updated: 20 hours ago

নঞ ববহুব্রীহি 

Created: 3 months ago | Updated: 1 day ago

পতঞ্জলি এর সন্ধি বিচ্ছেদ হল পতৎ + অঞ্জলি।

কারক ও বিভক্তি নির্ণয় করঃ পাপে বিরত হও = অপাদানে সপ্তমী

Created: 3 months ago | Updated: 2 days ago
Created: 3 months ago | Updated: 2 days ago

learned

Created: 3 months ago | Updated: 3 days ago

 I don't the time of his depart

Created: 3 months ago | Updated: 1 day ago
Created: 3 months ago | Updated: 1 day ago

By and by - soon, শীঘ্রই 

Created: 3 months ago | Updated: 1 day ago
Created: 3 months ago | Updated: 14 hours ago
Created: 3 months ago | Updated: 15 hours ago
Created: 3 months ago | Updated: 7 hours ago

বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে ১৫৩ টি।

কেটুইয়েস, পোল্যান্ড - Cop-24

কপ-২৭ সম্মেলন ২০২২ সালে মিশরে & কপ-২৮ সম্মেলন ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে

বাংলাদেশে প্রথম ছয় লেনের সেতুর উদ্বোধন হয়েছে মধুমতি সেতু। 

মধুমতি সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীতে নির্মিত বাংলাদেশের প্রথম ৬ লেন বিশিষ্ট সেতু।

ভোলার ইলিশা কূপটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।

দেশের প্রথম সাফারি পার্ক হিসেবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজার'-

'এগিয়ে যাবে বাংলাদেশ' গ্রন্থটির লেখক মো. সাহাবুদ্দিন চুপ্পু। 

রবীন্দ্র গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্পী শীলা মোমেনকে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার ২০২৩ দেওয়া হয়।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ আর্থ অবজাবেশন স্যাটেলাইট ।

মর্যাদা অনুযায়ী বাংলাদেশের তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম

শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রীত্ব ১৯৭২ সালের ১২ জানুয়ারি শুরু হয়

সামাজিক প্রতীকতার একটি অংশ হিসাবে

প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড।

২১ জুন তারিখে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। এ তারিখে সূর্যের উত্তরায়ন এর ফলে সূর্য থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দ্রুত দূরত্ব সবচেয়ে বেশি হয় একে অপসুর বলে। অন্যদিকে ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে বড় দিন এবং ছোট রাত হয়


 

চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের ৪ ভাগের ১ ভাগ, ভর পৃথিবীর ভরের ৮২ ভাগের ১ ভাগ মাত্র। এসব হিসাব মিলিয়ে চাঁদের মহাকর্ষীয় ত্বরণ ১.৬২ মিটার/সেকেন্ড২। অর্থাৎ, পৃথিবীর মহাকর্ষীয় ত্বরণের মাত্র ৬ ভাগের ১ ভাগ মাত্র। তাই পৃথিবীতে আপনার ওজন যদি ১০০ কেজি হয়, চাঁদে আপনার ওজন হবে মাত্র ১৬ কেজি!

রক্তে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রঙ লাল হয়। হিমোগ্লোবিন একটি প্রোটিন যা অদ 'হেমস' দিয়ে গঠিত যা লাল রঙের এবং হিমোগ্লোবিন মানুষের রক্তের সর্বাধিক অংশকে গঠন করে। হিমোগ্লোবিন হ'ল একটি মিশ্রিত প্রোটিন যেখানে গ্লোবিন নামক একটি প্রোটিন এবং একটি আয়রন আয়ন পাওয়া যায়।

Created: 3 months ago | Updated: 1 day ago

তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার। প্রতি সেকেন্ডে এক কুলম্ব পরিমাণ আধান কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে এক অ্যাম্পিয়ার বলে।

বিজ্ঞানের যে শাখায় মানুষের ভৌতিক গুণাবলীর উপর ভিত্তি করে মানুষকে সনাক্ত করা হয় তাকে বায়োমেট্রিক্স বলা হয়। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স এর একটি শাখা। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিতে আঙ্গুলের ছাপের উপর ভিত্তি করে অপরাধীকে সনাক্ত করা হয়।

নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী পৃথিবীর প্রতি চন্দ্রের টান বেশি হয়।

Created: 3 months ago | Updated: 18 hours ago

Related Sub Categories